সুদীপ্ত চট্টোপাধ্যায়
‘এক ব্যক্তি এক পদ’ এই নীতি অনুসরণ করেই রাজ্যের ৪৩ টি সংগঠনিক জেলার মধ্যে ২৫ টি নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। একই সঙ্গে নতুন রাজ্য সভাপতি নির্বাচনের জল্পনাও বাড়ল। তাৎপর্যপূর্ণভাবে ২৫ টি জেলাতেই দলের নীতি মেনেই কোন বিধায়ককে জেলা সভাপতি পদে নিযুক্ত করেনি রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে আজও বিজেপি সূত্রে জানানো হয়েছে, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী রাজ্যের ৫০% বা তার বেশি জেলা সভাপতি ঠিক হয়ে গেলে রাজ্য সভাপতি ঘোষণা নিয়ে আর কোন বাধা থাকার কথা নয়। সবমিলিয়ে দলীয় নীতিকে প্রাধান্য দিয়েই জেলা সভাপতি নির্বাচনের পাশাপাশি রাজ্য সভাপতি নির্বাচনের পথে শেষধাপে পৌঁছল রাজ্য বিজেপি।
প্রসঙ্গত যে ৪৩ টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫ টি সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে ১৭ জনই নতুন মুখ। এরমধ্যে উত্তরবঙ্গেই বেশি রদবদল করা হয়েছে সভাপতি পদে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তর ও দক্ষিণে যেমন রদবদল হয়েছে তেমনি বিজেপির তালিকা অনুযায়ী আসানসোল, কলকাতা উত্তর, হাওড়া সদরেও বিজেপি সভাপতি রদবদল করা হয়েছে।আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর,ডায়মন্ড হারবার, মথুরাপুর সহ একাধিক জায়গায় সভাপতির নাম নিয়ে মতানৈক্য না হওয়ায় মনোনয়নপত্রই জমা পড়েনি। অন্যদিকে যাদবপুর, বনগাঁ, ব্যারাকপুর ও দার্জিলিং দলের নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ মণ্ডল তৈরি না হওয়ায় নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি।