পাকিস্তানের বালোচিস্তানে ট্রেন হাইজ্যাক কাণ্ডে ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA) দাবি করেছে, এই হাইজ্যাক সংক্রান্ত অভিযানে পাকিস্তানের ২১৪ জন সেনা নিহত হয়েছেন। সূত্র অনুযায়ী, বালোচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করার পর পাকিস্তান সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। কিন্তু সেই অভিযান রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।
প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেস ট্রেনটি বালোচিস্তানের এক সংবেদনশীল অঞ্চলে আটকে পড়ে। ট্রেনটি থামানোর পরেই অস্ত্রধারী জঙ্গিরা যাত্রীদের জিম্মি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনাবাহিনী দ্রুত সেখানে অভিযান চালায়। এই অভিযানের সময় প্রবল গুলি চালনা ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে মোট ২১৪ জন পাকিস্তান সেনা নিহত হয়েছেন। তবে পাকিস্তান সরকারের তরফে এখনও পর্যন্ত এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি।
জানা গিয়েছে, এই হামলার পেছনে বালোচিস্তান লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন। ট্রেন হাইজ্যাক করে পাকিস্তান সেনাবাহিনীকে বড় বার্তা দিতে চেয়েছে তারা।
উদ্ধার অভিযান চলাকালীন বিস্ফোরণ ও গুলি চালনার ফলে ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ট্রেনটি পুনরুদ্ধার করতে সক্ষম হলেও প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও প্রশাসন একযোগে কাজ করছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বালোচিস্তানের এই পরিস্থিতি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।