পরিতোষ সাহা: বীরভূম
তারাপীঠ মহাশ্মশানে গারবেজ ট্যাঙ্ক তৈরির প্রতিবাদে রামপুরহাট মহুকুমা শাসকের অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে নামলেন তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ।শুক্রবার প্রতীকী শবদাহ নিয়ে মিছিল ও অবস্থান বিক্ষোভ করে মঞ্চের প্রতিনিধিরা।তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চের তরফ থেকে রামপুরহাট শহরের কামারপট্টি মোড় থেকে প্রতীকী শবদাহ নিয়ে মিছিল শুরু করে।শেষ হয় রামপুরহাট পাঁচমাথা মোড়ে।পরে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের বাইরে তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেন।
এদিন মিছিল ও অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি নেতারাও।
তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চের অভিযোগ তারাপীঠ মহাশ্মশানের পবিত্রতাকে নষ্ট করে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিক্ষেত্র খুঁড়ে অবৈধভাবে গারবেজ ট্যাঙ্ক তৈরির কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দফতর,তার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই তারাপীঠ মহাশ্মশানে গারবেজ ট্যাঙ্ক তৈরি করাকে কেন্দ্র করে কোলকাতা হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছে। প্রধান বিচারপতি টি,এস,শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়েছে।তা দ্রুত শুনানির জন্য অনুরোধ করা হয়েছে।ব্যাপারটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব তা নিয়ে বিক্ষোভ দেখায়।কংক্রিটের কাঠামোর উপর মাটি ফেলে দেয়।ইতিমধ্যেই এই কাঠামোটিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত হানা হচ্ছে বলে মনে করেন তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চের সদস্যরা।মহাশ্মশান রক্ষা মঞ্চের সদস্য প্রদীপ মহারাজ বলেন,“ উন্নয়ন হোক,কিন্তু তারাপীঠ মহাশ্মশানের পবিত্রতা বজায় রেখে উন্নয়ন হোক।নদী সংস্কার করুক।যাতে পুণ্যার্থীরা নদীর জলে স্নান করে পুজো দিতে পারেন।সেইরকম উন্নয়ন প্রশাসন করুক।”