আগামী লোকসভা নির্বাচনের আগে ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে জেলা ও ব্লক স্তরে কমিটি গঠনের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত জানান তিনি।
সূত্রের খবর, প্রায় ৪ হাজার তৃণমূল নেতা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই অভিষেক স্পষ্ট নির্দেশ দেন, আগামী পাঁচ দিনের মধ্যে জেলাভিত্তিক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি, ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটিও গঠন করতে হবে। ভূতুড়ে ভোটার শনাক্ত করতে ব্লক স্তরে ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপার ভাইজার’ নামে নতুন পদও তৈরি করছে তৃণমূল।
বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তিনি অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কমিশনের ভূমিকা নিন্দনীয় হয়ে উঠেছে। দিল্লির নির্বাচনে কারচুপি করে বিজেপি জয়ী হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার খর্ব করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বর দিয়ে দুটি রাজ্যে ভোটার কার্ড থাকার অভিযোগ তুলেছিলেন তিনি। এরপরই ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়। পরে সেই কমিটির নেতৃত্বে সুব্রত বক্সী বৈঠক ডাকলেও, কয়েক ঘণ্টার মধ্যেই সেই কমিটির কাজ স্থগিত রাখা হয়। এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট করে দেন, ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে আর দেরি করা যাবে না। দ্রুত কমিটি গঠন করে কাজ শুরু করতে হবে।