পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে নগ্ন অবস্থায় পানা পুকুরে ঝাঁপ দিয়ে শেষ রক্ষা হল না। শেষমেষ পুলিশের হাতে গ্রেফতার হতেই হলো অভিযুক্তকে। ধর্ষণে অভিযুক্ত যুবককে বাগে পেতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। শনিবার এমন ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানা সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই এক তরুণীকে বাড়ির পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন কৌশিক দে নামক এক যুবক। ওই আমন্ত্রিত তরুণী তাঁর বাড়িতে যাওয়ার পরে নাকি ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। সম্প্রতি ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী ।
অভিযোগ পেতেই পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত কৌশিকের কাছাকাছি পুলিশ পৌঁছে গেলেও, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। পুলিশের চোখে ধুলো দিতে নগ্ন অবস্থায় পানা পুকুরে ঝাঁপ দেন তিনি। পুলিশকে বোকা বানাতে পুকুরের মধ্যে বেশ কিছুক্ষণ আত্মগোপন করে থাকেন কৌশিক। ততক্ষণে পুলিশ পুকুরটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। অবশেষে বেশিক্ষণ শ্বাস ধরে ব্যর্থ হন কৌশিক। উপায় না দেখে পানা পুকুর থেকে উঠে আসেন কৌশিক। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা জন্য, অভিযুক্ত কৌশিকের ওই অভিযোগকারী তরুণীর পূর্ব পরিচিত। তবে খতিয়ে দেখা হচ্ছে তরুণীর অভিযোগ। তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয় বলে খবর। এ দিন অভিযুক্ত যুবককে তোলা হয় ব্যারাকপুর আদালতে। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।