আইএসএলের প্লে-অফ পর্বের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। শিরোপার জন্য চূড়ান্ত লড়াইয়ের উত্তেজনা এখন তুঙ্গে, আইএসএলের শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল। সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া মোহনবাগান তাদের প্রথম লেগের ম্যাচে ৩ এপ্রিল প্রতিপক্ষের মাঠে নামবে, আর দ্বিতীয় লেগের লড়াই ৭ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে।
নকআউট পর্বের লড়াই দিয়ে ২৯ ও ৩০ মার্চ শুরু হবে আইএসএলের প্লে-অফ পর্ব। এরপর সেমিফাইনালের দুটি লেগ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল।
লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখা মোহনবাগান ও দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া সরাসরি সেমিফাইনালে প্রবেশ করেছে। অন্যদিকে, বাকি দুটি সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে নকআউট রাউন্ডের বিজয়ীদের মধ্যে থেকে।
২৯ মার্চ বেঙ্গালুরুর ঘরের মাঠে শুরু হবে প্রথম নকআউট ম্যাচ, যেখানে স্বাগতিক বেঙ্গালুরু এফসি লড়াই করবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। পরদিন, ৩০ মার্চ, নর্থইস্ট ইউনাইটেড তাদের হোম ভেন্যুতে জামশেদপুর এফসির মুখোমুখি হবে দ্বিতীয় নকআউট ম্যাচে।
সেমিফাইনালের লড়াই শুরু হবে ২ এপ্রিল। প্রথম ম্যাচে এফসি গোয়া প্রতিদ্বন্দ্বিতা করবে বেঙ্গালুরু ও মুম্বইয়ের ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। এরপর ৩ এপ্রিল মাঠে নামবে মোহনবাগান, যারা খেলবে নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর ম্যাচের জয়ী দলের বিপক্ষে। দুইটি ম্যাচই আয়োজিত হবে প্রতিযোগীদের অ্যাওয়ে ভেন্যুতে।
৬ এপ্রিল প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াই ফিরবে গোয়ার মাঠে, যেখানে প্রতিদ্বন্দ্বী দুই দল ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য শেষ সুযোগের লড়াইয়ে নামবে। একইভাবে, ৭ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান তাদের দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্যাচ খেলবে, যেখানে তারা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ফাইনালে ওঠার চেষ্টা করবে।
চলতি আইএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল, তবে এখনো ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়নি। কোন দুটি দল চূড়ান্ত লড়াইয়ে পৌঁছাবে, তা নিশ্চিত হওয়ার পরই ফাইনালের স্থান চূড়ান্ত করা হবে।
Leave a comment
Leave a comment