পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় জল্পনার সৃষ্টি হয়েছে। বিজেপির ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে দাবি করেছেন এক প্রাক্তন বিধায়ক। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি বিজেপির অন্দরে একাধিক সমস্যা দেখা দিয়েছে। দলীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বিধায়কের মনোমালিন্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই তৃণমূলের প্রাক্তন বিধায়কের এই মন্তব্য নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
প্রাক্তন বিধায়ক দাবি করেছেন, ‘‘বিজেপির ১২ জন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। খুব শীঘ্রই তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন।’’ তবে বিজেপির পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘‘এই ধরনের গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আমাদের বিধায়করা বিজেপিতেই রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’’
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের খবর নির্বাচনের আগে বিজেপির অন্দরে অস্থিরতা তৈরি করতে পারে। অন্যদিকে, তৃণমূলও এই সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি। তৃণমূলের এক নেতা বলেছেন, ‘‘যদি কেউ আমাদের নীতিতে আস্থা রাখেন এবং যোগ দিতে চান, তাহলে তাঁদের স্বাগত জানানো হবে।’’
এই নিয়ে আগামী কয়েকদিনে বড় রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা রয়েছে। এখন দেখার, এই দাবির বাস্তবতা কতটা সত্যি হয়।