লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা এবং মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের উপরে ফের প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকালে পাকিস্তানের ঝিলাম প্রদেশের দেনা এলাকায় এক সন্ত্রাসী হামলা হয়, যেখানে সইদের ভাইপো আবু কাতালের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আবু কাতাল একটি কনভয়ে যাচ্ছিলেন, আর সেই সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন হামলাকারী গুলি চালায়। গুলির আঘাতে কাতাল মারাত্মকভাবে আহত হন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। তবে হামলার শিকার কাতালের সঙ্গে হাফিজ সইদও উপস্থিত ছিলেন বলে কিছু সূত্র দাবি করছে, যার ফলে হাফিজের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুজব শুরু হয়েছে।
একটি সূত্রে দাবি করা হয়েছে যে, হাফিজ সইদ ও আবু কাতাল পাকিস্তান সেনার কর্পস কম্যান্ডারের সঙ্গে একটি বৈঠক শেষে ফিরছিলেন, তখন এই হামলা হয়। গুলিতে কাতালের সঙ্গে হাফিজ সইদেরও মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, হাফিজ সইদ মারা যাননি, বরং গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এটি প্রথমবার নয়, এর আগেও একাধিকবার হাফিজ সইদের মৃত্যুর গুজব ছড়িয়েছে, তবে প্রতিবারই তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে, গোয়েন্দা সংস্থাগুলি সইদকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখেছে এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানে গা ঢাকা দিয়ে আছেন। পাকিস্তান সরকার এই ঘটনা সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি।
এখনও সঠিকভাবে হাফিজ সইদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে এই হামলা যে বড় ধরণের ঘটনা, তা স্পষ্ট।