মুখে টেপ লাগিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্তকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার গোপালপুর গ্রামে।শনিবার জল খাওয়ার বাহানা দেখিয়ে বাড়িতে ঢুকে জোর করে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায় শনিবার বড়শাল গ্রামের অভিযুক্ত সমু লেট নামে এক ব্যক্তি জল খাওয়ার বাহানা দেখিয়ে করে জোর করে ধর্ষণ করে।
বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়ে।পরে গৃহবধূর দুই সন্তানকে বাড়ির বাইরে বের করে দিয়ে ভিতর দিকে দরজা লাগিয়ে মুখে সেলুটেপ লাগিয়ে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। লিখিত অভিযোগ দায়ের করে ট্রাক্টর চালক সমু লেটের বিরুদ্ধে।অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ।অভিযুক্তের বাড়ি একই থানার বড়শাল গ্রামে।
রবিবার রামপুরহাট থানার পুলিশ মেডিক্যাল পরীক্ষার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যায়।নির্যাতিতার কাকা শ্বশুর অভিযোগ করেন,“ অভিযুক্তের পরিবার টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা করে।আমরা তা নিতে অস্বীকার করি।আমরা দোষী যুবকের শাস্তি চাই।”
রবিবার অভিযুক্ত যুবককে রামপুরহাট বিশেষ আদালতে তুললে বিচারক অভিযুক্ত যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।