সুদীপ্ত চট্টোপাধ্যায়
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নেবেন কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচী। আজ সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব কান্না বিচারপতি বাগচীকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর শপথ গ্রহণের পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে দেখা যেতে পারে বিচারপতি জয়মাল্য বাগচীকে। তদনুযায়ী আর জি কর মামলার শুনানি দিয়েই সুপ্রিম কোর্টে পথ চলা শুরু করবেন বিচারপতি বাগচী। শীর্ষ আদালত সূত্রে খবর,
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ তথা এক নম্বর এজলাসে চলছে আরজি কর মামলা। সেখানে সোমবারের শুনানি তালিকার ৩ নম্বরে রয়েছে ওই মামলাটি। এখনও পর্যন্ত এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নাম রয়েছে। ফাঁকা রয়েছে তৃতীয় বিচারপতির নাম। ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসেবে দেখা যেতে পারে বিচারপতি বাগচিকে বলেই জানা গেছে।
১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিচারপতি বাগচীর শপথগ্রহণ হয়নি। সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁর শপথগ্রহণের পর ওই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন বিচারপতি বাগচী। এর আগে হাইকোর্টে আর জি করের আর্থিক দুর্নীতির মামলা শুনেছেন তিনি। তাঁর এজলাসেই সিবিআইয়ের করা সঞ্জয় রাইয়ের ফাঁসির আবেদনের মামলাটিও ছিল। যদিও সেই মামলার শুনানির আগেই শীর্ষ আদালতে তিনি মনোনীত হয়ে যান। এখন সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে পারে তাঁর কাছেই। আরজি কর ছাড়াও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি মামলা প্রধান বিচারপতির এজলাসে শুনানির তালিকায় রয়েছে। সেগুলিও শুনতে পারেন বিচারপতি বাগচী বলে শীর্ষ আদালত সুত্রে খবর।