কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী রান্যা রাও সোনা পাচার সংক্রান্ত মামলায় বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)-এর হেফাজতে আটক রয়েছেন। এই সোনা পাচার মামলায় এবার নাম উঠে এসেছে অভিনেত্রী রান্যা রাওয়ের স্বামী যতীন হুক্কেরির। সম্ভাব্য গ্রেফতারি এড়াতে আগেভাগেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
যতীনের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল ও রান্যা গত নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও মাত্র এক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরে এবং তারা আলাদা থাকতে শুরু করেন। ফলে, এই মামলার সঙ্গে যতীনের কোনো সম্পর্ক নেই বলে আদালতে সাফ জানান তিনি। পাশাপাশি, তাঁর স্ত্রী কী ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে সম্পর্কেও যতীন কিছু জানেন না বলে দাবি করেন।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে আটক করা হয় অভিনেত্রী রান্যা রাওকে। অনুমান করা হচ্ছে, প্রায় ১৪ কেজি ওজনের এই সোনা দুবাই থেকে এনে বেআইনিভাবে ভারতে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল।
এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। রান্যার নাম উঠে আসার পর তাঁর স্বামীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে বৈবাহিক সম্পর্কের কারণে তদন্তের আওতায় আসার আশঙ্কায় যতীন হুক্কেরি আগেভাগেই কর্নাটক হাই কোর্টে আইনি সুরক্ষার আবেদন জানান।
আদালত সিদ্ধান্ত জানিয়ে দেয় যে, ২৪ মার্চ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না, এই নির্দেশ আসে ১১ মার্চ।
এদিকে, সোনা পাচার সংক্রান্ত এই বহুল চর্চিত মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই। পাশাপাশি, ইডিও আলাদাভাবে বিষয়টি খতিয়ে দেখছে। বেঙ্গালুরুর ঘটনায় নাম জড়ানোর পর মুম্বই বিমানবন্দরেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়, যা দুবাই থেকে অবৈধভাবে আনার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত মূল অপরাধীদের সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
Leave a comment
Leave a comment