অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান! মহাশূন্যের গভীর নিস্তব্ধতা পেরিয়ে পৃথিবীর দিকে ফিরে আসছেন মার্কিন নভোশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমার। দীর্ঘ নয় মাস মহাকাশে থাকার পর, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) ছাড়লেন দুই মার্কিন নভোচারী এবং এবার তাঁদের গন্তব্য পৃথিবী।
স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চেপে তারা স্বাভাবিক পরিবেশে ফেরার যাত্রা শুরু করেছেন। নাসার তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সকাল ১০টা পেরোনোর পর মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করেছে মহাকাশযানটি। নাসার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে অবতরণ করতে পারে। ভারতীয় সময় অনুযায়ী, এটি ঘটতে পারে বুধবার ভোররাতে।
নাসা ইতিমধ্যেই এই ঐতিহাসিক ফেরার যাত্রার সরাসরি সম্প্রচার শুরু করেছে। তবে এই পথচলা মোটেও মসৃণ নয়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রবল তাপ ও তীব্র ঘর্ষণের মুখোমুখি হতে হবে ক্যাপসুলটিকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। নিরাপদ অবতরণ নিশ্চিত করতে বিজ্ঞানীরা সতর্কতার সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছেন। যাত্রার শেষ পর্যায়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যা মহাকাশ অভিযানের ক্ষেত্রে সাধারণ হলেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমার গত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছিলেন।
যান্ত্রিক সমস্যার কারণে এই মিশন নির্ধারিত সময়ের তুলনায় দীর্ঘ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তা নয় মাস পর্যন্ত গড়ায়। তবে দীর্ঘ প্রতীক্ষার পর, এবার তারা পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
Leave a comment
Leave a comment