পরিতোষ সাহা:বীরভূম
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের ছাড়পত্র দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আজ মন্ত্রকের তরফ থেকে নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়।ডঃপ্রবীর কুমার ঘোষ,আগামী পাঁচ বছরের জন্য বিশ্বভারতীর উপাচার্যের পদ সামলাবেন।বিশ্ববিদ্যালয়ের ভিজিটর তথা রাষ্ট্রপতির ছাড়পত্রের পর।উপাচার্যের নাম ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
বিশ্বভারতীর নতুন উপাচার্য ডঃপ্রবীর কুমার ঘোষ,ছত্রিশগড়ের NIBSM এর প্রাক্তন উপাচার্য ছিলেন।তিনিই আগামী পাঁচ বছরের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য রুপে আসীন হবেন।