সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুনিতা উইলিয়ামস কে ভারতে আসার আমন্ত্রণ জানানোর পর এবার
সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেট বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “সুনীতা উইলিয়ামস সুস্থ ভাবে পৃথিবীর মাটিতে ফিরে আসায় এবং তাঁর এই ফিরে আসার ক্ষেত্রে যারা যারা ভূমিকা পালন করেছে, আমি আজ এই সদন থেকে বাংলার মানুষের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।” তিনি আরো জানান,”আমি প্রতিদিন আপডেট নিতাম। আজ কি পরিস্থিতি, কাল কি পরিস্থিতি।” প্রসঙ্গত, প্রায় ৯ মাস মহাকাশ বাঁশি হওয়ার পর আজ সকালে পৃথিবীর বুকে ফিরে আসেন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং সঙ্গী মহাকাশচারী বাচ উইলমোর। গোটা বিশ্বজুড়ে সুনিতাদের ঘরে ফেরা নিয়ে যেমন উন্মাদনা তৈরি হয়েছে। তেমনি সুনিদাদের ঘরে ফেরা নিয়ে প্রবল আগ্রহ ছিল ভারতের মাটিতেও। গুজরাটে শনি তাদের পৈত্রিক গ্রামে যেদিন থেকে নাসার ড্রাগন ক্যাপসুল মহাকাশে সুনিতাদের ফিরিয়ে আনতে অভিযান করে সেদিন থেকেই সুমি তাদের সুরক্ষায় চলছে পূজো পাঠ, প্রার্থনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামস কে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং তার এই কৃতিত্বের জন্য গোটা ভারতবর্ষের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আরো একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার পক্ষ থেকে সুনিতা উইলিয়ামস কে ভারতরত্ন দেওয়ার দাবি করলেন কেন্দ্রের কাছে।