পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির শুধু নিজের দেশে নয়, ভারতের দর্শকমহলেও বেশ জনপ্রিয়। ভারতীয় অনুরাগীদের প্রতি সৌজন্য প্রকাশ করতেই এবার তিনি সমালোচনার মুখে পড়েছেন। হোলির শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতেই বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তাঁর পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে পাকিস্তানের একাংশের নেটিজেনদের মধ্যে। মুসলিম হয়েও কপালে টিপ পরায় তাঁকে কটাক্ষ করা হয়, এমনকি কেউ কেউ তাঁকে হিন্দু ধর্ম গ্রহণের পরামর্শও দিয়েছেন।
সম্প্রতি ইংল্যান্ডের রাস্তায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন হানিয়া। ছবিগুলিতে দেখা যায়, তাঁর কপালে উজ্জ্বল কমলা টিপ। সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন হোলির শুভেচ্ছাবার্তা। কিন্তু সেই পোস্ট পাকিস্তানের অনেকেরই ভালোভাবে গ্রহণ হয়নি, বরং ধর্মীয় পরিচয়ের প্রশ্ন তুলে নানা বিরূপ মন্তব্য করা হয়।
ছবির সঙ্গে ক্যাপশনে হানিয়া লেখেন, “একজন জ্ঞানী মানুষ বলেছেন— খারাপ কিছু বলো না, খারাপ কিছু শোনো না, খারাপ কিছু দেখো না। সবাইকে হোলির শুভেচ্ছা রইল।”
ভারতীয় অনুরাগীরা তাঁর এই পোস্টকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও, পাকিস্তানের একাংশের নেটিজেন কড়া প্রতিক্রিয়া জানান। অনেকেই প্রশ্ন তোলেন, একজন মুসলিম হয়ে তিনি কীভাবে টিপ পরতে পারেন? কেউ কেউ আবার অভিযোগ তোলেন, হানিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের মন জয়ের চেষ্টা করছেন, যাতে বলিউডে সুযোগ পেতে সুবিধা হয়।
এতেই বিতর্ক থামেনি। কেউ সরাসরি তাঁকে ধর্ম পরিবর্তনের পরামর্শ দিয়ে মন্তব্য করেন, “হিন্দু ধর্ম গ্রহণ করলেই বলিউড আপনাকে সহজেই আপন করে নেবে।”
কেউ কেউ আরও একধাপ এগিয়ে কটাক্ষ করে লিখেছেন, “রমজান মাসে অন্তত সাবধান থাকুন! সারাবছর তো এমনিতেই হিন্দু সংস্কৃতি অনুসরণ করেন।”
তবে এই সমালোচনার মাঝেও হানিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন অনেকে। তাঁদের মতে, ধর্মীয় সংকীর্ণতার বদলে মানবতার মূল্য দেওয়া উচিত। এক অনুরাগীর মন্তব্য, “এতটুকু বিষয় নিয়ে বিদ্বেষ ছড়ানো সত্যিই দুঃখজনক। কিছু কিছু ব্যাপার ধর্মের গণ্ডির বাইরেও ভাবা উচিত।”
এদিকে, হানিয়া আমির বর্তমানে ‘কভি ম্যায় কভি তুম’ নামের পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করছেন, যা ভারতেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
Leave a comment
Leave a comment
