ফ্যাশনেবল থাকতে চান সকলেই। তবে অনেক ক্ষেত্রে যাদের উচ্চতা বেশি, তাদের বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। সমস্যা হয়ে দাঁড়ায় লম্বা মহিলাদের উচ্চতা। এর কারণ হল, তাদের পছন্দ মতো পোশাক বাজারে পাওয়া গেলেও, বেশি উচ্চতার জন্য তারা সেই পোশাকগুলি পরতে পারেন না। যাদের উচ্চতা বেশি, ফ্যাশন না জেনে তাঁরা, ভুল পোশাক পরলে খুব একটা ভাল দেখায় না।
যদিও বর্তমানে লম্বা মেয়েদের অনুপ্রেরণা বলিউডের অনেক অভিনেত্রীই। সকলের জন্য দারুণ ফ্যাশন গোলস সেট করছেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে শিল্পা শেঠির মতো নায়িকারা। আপনারও কি উচ্চতা অনেক বেশি! তাহলে জানুন, কী ধরণের পোশাক পরলে সকলের মাঝে আপনিও হয়ে উঠবেন অনন্যা।
বাজারে বিভিন্ন ধরনের স্কার্ট পাওয়া যায়। যদিও লম্বা মেয়েদের জন্য সবচেয়ে ভাল মাঝারি দৈর্ঘ্যের স্কার্টই। এই ধরনের স্কার্ট শুধু আধুনিক লুকই প্রদান করে তেমনটাই নয়, একই সঙ্গে ছোট পোশাক পরার ইচ্ছাও পূরণ করে। এই স্কার্টের দৈর্ঘ্য হাঁটু পর্যন্ত, যা আপনাকে দেবে এক ফ্যাশনেবল লুক দেয়। মানানসই টপ বা টি-শার্টের সঙ্গে এই ধরণের স্কার্ট যদি পড়েন, আপনিও হয়ে উঠবেন একেবারে দুর্দান্ত ফ্যাশনেবল।
প্রিন্টেড টপ
প্রিন্টেড টপস তো সকলেই পছন্দ করে। এই টপস পরতে পারে যে কোনও উচ্চতার মেয়েরা। তবে এগুলি বেশি মানানসই লম্বা মেয়েদের ব্যক্তিত্বের সঙ্গে। ইচ্ছে হলে ক্রপ প্রিন্টেড টপও বেছে নিতে পারেন আপনি। এই ধরণের পোশাক নানান স্টাইলে পরা যেতে পারে। এটির সঙ্গে নিচে অনেক কিছু পরা যায়। তবে মাথায় রাখবেন , আপারওয়্যার ও লোয়ারওয়্যারের রং যেন একই না হয়ে যায়।
ম্যাক্সি ড্রেস
ম্যাক্সি ড্রেস বর্তমানে খুবই ফ্যাশনেবল। ম্যাক্সি ড্রেস পরতে দেখা যায় বহু মেয়েকে। এগুলো ভাল লাগে লম্বা মেয়েদের। যেসব মেয়েদের বেশি উচ্চতা, তাদের পা বেশ লম্বা হয়। ম্যাক্সি ড্রেস পরলে লম্বা পা ঢাকা থাকে। তাই দেখতে বেশ সুন্দর লাগে।
স্কিনি জিন্স
অবশ্যই স্কিনি জিন্স পরা উচিত লম্বা মেয়েদের। তাদের লম্বা পা ফ্লন্ট করার সুযোগ পাওয়া যায় এই ধরণের জিন্স পরলে,। বাজারে এগুলোর নানান ধরনের পাওয়া যায়। সেই কারণে হাই হোয়েস্ট বা অ্যাঙ্কেল লেন্থ জিন্স পছন্দ করেন, তারা মানানসই টপ বা শার্ট দিয়ে পরুন ।