*পরিতোষ সাহা: বীরভূম
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই কো-অপারেটিভ লেবার কন্ট্রাক্ট এন্ড কনস্ট্রাকশন সোসাইটির থেকে দুর্নীতি করা ৩ কোটি ৬৪ লক্ষ টাকা ফেরতের নির্দেশ দিল রাজ্য সরকারের রেজিস্ট্রার।
বর্তমানে ওই সমিতির ডিরেক্টর, তৎকালীন সেক্রেটারি ও প্রাক্তন দুবরাজপুর ব্লক এর তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে এই টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। চলতি বছরের ৩১ মে মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটি। অভিযোগ ব্লক সভাপতি প্রভাব খাটিয়ে সমবায়ের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কয়েক ধাপ ৩ কোটি ৬৩ লক্ষ ৯৮ হাজার ৩৫১টাকা হাতিয়ে নিয়েছেন ভোলানাথ মিত্র। অভিযোগ,অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে তিনি এই কাজ করেছেন।এর পিছনে আরো বড় মাথা আছে বলে অভিযোগ।
গত বছর জুলাই মাসে সমবায়ে বিপুল অঙ্কের অর্থ তছরুপের বিষয়টি সামনে আসে।জানতে পারে কো-অপারেটিভ এর অন্যান্য সদস্যরা এরপর তারা অভিযোগ দায়ের করে ARCS এ। এখানে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অডিট হয় এবং সেই অডিটেই দুর্নীতি সামনে আসে। এরপরেই ৩১মে মধ্যে টাকা ফেরত এর নির্দেশ দেওয়া হয়। এই সোসাইটিতে মোট ৫০ জন সদস্য রয়েছে। এই ৫০ জন সদস্যের মধ্যে ১২ জনকে বাদ দেওয়া হয়েছে। যাদেরকে ভোলানাথ মিত্র প্রভাব খাটিয়ে সদস্য বানিয়েছিলেন।
যদিও এই নির্দেশকে এক তরফা বলে দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্র। তিনি এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনের দারস্থ হয়েছেন। ওই সমবায়ের সদস্য সেখ জহুর হোসেন বলেন,“ এই তছরুপ নিয়ে আমরা বারে বারে স্বরব হয়েছি।অবশেষে রাজ্য সরকার এই তছরুপের কথা স্বীকার করে নিয়ে, টাকা ফেরতের নির্দেশ দিয়েছে।তাতে আমরা খুশি।তবে তৃণমূলের এই প্রাক্তন সভাপতি ভোলানাথ মিত্র দায়ী তো বটেই।এর পিছনে আরও বড় মাথা আছে।”