ভারতীয় বিদেশ মন্ত্রক সম্প্রতি পাকিস্তানকে অবিলম্বে অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড খালি করার নির্দেশ দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, পাকিস্তান অবৈধভাবে ভারতের যে অংশগুলো দখল করে রেখেছে, সেগুলো অবিলম্বে খালি করা উচিত। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং ভারতের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ বলে বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে।
ভারত সরকারের মতে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান দীর্ঘদিন ধরে এই অঞ্চলগুলির কিছু অংশ দখল করে রেখেছে। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এই অবৈধ দখলদারি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। বাগচী বলেন, “পাকিস্তান যে অংশগুলো অবৈধভাবে দখল করে রেখেছে, তা ভারতের অংশ। পাকিস্তানকে অবিলম্বে এই অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে।”
পাকিস্তানের অবৈধ দখলদারি নিয়ে ভারত আন্তর্জাতিক মহলেও সরব হয়েছে। ভারতীয় কূটনীতিকরা বারবার এই বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের ভূখণ্ডের ওপর কোনো ধরনের অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না।
ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে ঐতিহাসিক এবং কূটনৈতিক প্রেক্ষাপট। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে। পাকিস্তান এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও ভারত বরাবরই তার অবস্থানে অনড় রয়েছে। বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক বিবৃতি সেই অবস্থানকে আরও সুদৃঢ় করল।
বিশেষজ্ঞদের মতে, এই বিবৃতি ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তান এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারত স্পষ্ট করেছে যে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অংশ এবং এই বিষয়ে কোনো আপসের প্রশ্নই ওঠে না।
ভারত সরকারের এই কড়া অবস্থানের পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার অঙ্গীকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের অবৈধ দখলদারির বিরুদ্ধে উপযুক্ত কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মহলে কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তা সময়ই বলবে।