স্নিগ্ধা চৌধুরী
আরসিবির ওপেনিং জুটি মানেই বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসির বিধ্বংসী ব্যাটিং। দীর্ঘদিন ধরে এই জুটি প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়েছে। তবে চলতি আইপিএলে আরসিবির জার্সিতে দেখা যাবে না ডুপ্লেসিকে। তাঁর জায়গায় আসছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিল সল্ট। কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স মনে করছেন, সল্টের উপস্থিতিতে আরও নির্ভার হয়ে খেলতে পারবেন বিরাট কোহলি।
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল ২০২৫-এর ১৮তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। ফাফ ডুপ্লেসির অনুপস্থিতিতে কে বিরাটের নতুন ওপেনিং সঙ্গী হবেন, তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে সেই দায়িত্ব পাচ্ছেন ফিল সল্ট, যিনি গত মরসুমে কেকেআরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এবার তিনি আরসিবির হয়ে তাঁর পুরনো দলের বিরুদ্ধেই নামবেন।
বিরাট কোহলির ওপর অতিরিক্ত দায়িত্ব থাকায় বিগত কিছু মৌসুমে তিনি নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করতে পারছিলেন না। এবিডি মনে করছেন, এবার সেই চাপ অনেকটাই কমবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিরাটকে দেখে মনে হচ্ছে ও এবার খেলাটা পুরো উপভোগ করছে। ফিল সল্টের মতো বিধ্বংসী ব্যাটারের সঙ্গে ওপেনিংয়ে নামার কারণে ওকে স্ট্রাইকরেট নিয়ে খুব বেশি ভাবতে হবে না।
এবিডি আরও বলেন, বিরাট যদি একদিকে ধরে রেখে স্মার্ট ক্রিকেট খেলে, তাহলে বাকিরা ওকে কেন্দ্র করেই নিজেদের খেলা খেলতে পারবে। এতে দলের ব্যাটিং গভীরতাও বাড়বে। বিরাটকে ব্যাটিংয়ের ক্যাপ্টেন হতে হবে, যাতে ব্যাটিং ইউনিট ভেঙে না পড়ে।
আরসিবির মিডল অর্ডার এবার আগের তুলনায় বেশ শক্তিশালী। রজত পাতিদারের পর লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মার মতো হার্ড হিটাররা রয়েছেন। এবিডির মতে, বিরাট যদি নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আরসিবির ব্যাটিং নিয়ে আর তেমন চিন্তা থাকবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বিরাটের আত্মবিশ্বাস তুঙ্গে। এবারে তাঁর ব্যাট কতটা বিস্ফোরক হয়ে ওঠে, তার দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের!