প্রায় নয় মাস আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল ছেত্রী। তবে জাতীয় দলের প্রয়োজনে সেই সিদ্ধান্ত বদলে আবারও ফিরছেন তিনি মাঠে। ভারত বুধবার মলদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেললেও মূল আলোচনার কেন্দ্রবিন্দু সুনীল ছেত্রী। প্রশ্ন উঠছিল, এই ম্যাচে কি মাঠে নামবেন তিনি? সেই জল্পনার অবসান ঘটালেন ভারতের প্রধান কোচ মানোলো মার্কেজ়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন সুনীল ছেত্রী। তবে তাঁর ফেরার আগে প্রস্তুতির জন্য মলদ্বীপের বিপক্ষে ম্যাচে খেলানো হবে কি না, তা নিয়ে সংশয় ছিল।
তবে ম্যাচের আগের দিন ভারতীয় দলের প্রধান কোচ মানোলো মার্কেজ় সাংবাদিকদের সামনে স্পষ্ট করে জানিয়ে দিলেন, সুনীলকে মাঠে দেখা যাবে, যদিও কতক্ষণ খেলবেন, তা নির্ধারিত হয়নি।
মার্কেজ় জানান, “সুনীল খেলবে, তবে সে শুরু থেকেই থাকবে নাকি বদলি হিসেবে নামবে, তা এখনই বলা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “এই ম্যাচে আমরা ছ’জন পরিবর্তনের সুযোগ পাব, আর সুনীল সেই তালিকার মধ্যেই থাকবে।”
জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি সুনীলের হলেও, এতে বড় ভূমিকা ছিল কোচের অনুরোধের। অবসরের পরও ক্লাব ফুটবলে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। আইএসএলে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন সুনীল, আর সেটাই নজরে রেখেছেন কোচ মানোলো মার্কেজ়। তাঁর মতে, মাঠে টিকে থাকার আসল মাপকাঠি হলো শারীরিক সক্ষমতা, বয়স কোনো বড় বিষয় নয়। মার্কেজ় বলেন, “এই মরসুমে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে সুনীল। বয়স বড় বাধা নয়, যদি ফিট থাকে, তবে নিশ্চিতভাবেই খেলবে।”
ভারতের কোচ মানোলো মার্কেজ় মলদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে মূলত প্রস্তুতি পর্বের অংশ হিসেবে দেখছেন। তিনি চান, দলকে বিভিন্ন কৌশলে পরখ করতে এবং সব খেলোয়াড়কে সুযোগ দিতে। তাই একাদশে ধারাবাহিকতা রাখার পরিবর্তে রোটেশন পদ্ধতি অনুসরণ করতে চলেছেন তিনি। ভারতের কোচ মানোলো মার্কেজ় মনে করেন, দলের প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ করা জরুরি, তাই সবার জন্যই খেলার সুযোগ রাখা হয়েছে।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবার রাত ৭টায় শুরু হবে ভারত-মলদ্বীপ ম্যাচ। দর্শকরা স্টার স্পোর্টস ও জিয়ো হটস্টারে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন।
Leave a comment
Leave a comment
