ক্রিকেটের পিচে রোহিত শর্মার উপস্থিতি যেন এক অভিজ্ঞ স্ট্র্যাটেজিস্টের মতো। তাঁর প্রতিটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেই দক্ষতায় বহুবার ভারতকে আন্তর্জাতিক সাফল্যের আসনে পৌঁছে দিয়েছেন। আইসিসি ট্রফির জয়ের তালিকায় তাঁর নেতৃত্বে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গৌরবময় শিরোপা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু শুধুমাত্র তাঁর পারফরম্যান্স নয়, বরং এক রহস্যময় প্রত্যাবর্তন!
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিতের সম্পর্ক বরাবরই বিশেষ। অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, দলের প্রতি তাঁর গুরুত্ব কখনোই কমেনি। এবার সেই পুরনো দলে ফেরার খবরে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। একেবারে সিনেমাটিক স্টাইলে রোহিতের মুম্বই শিবিরে ফেরা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
বুধবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের এক্স (X) অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে, যেখানে রোহিতকে দেখা যাচ্ছে হোটেল রুমে প্রস্তুতি নিতে। সেই ছবির ক্যাপশন আরও রহস্যময়—‘হান্টার’-দের উদ্দেশে এক সাংকেতিক বার্তা, যা হিটম্যানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে!
এমআই-এর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি রিলস ভিডিওতে রোহিতের আগমনের চিত্র আরও নাটকীয় হয়ে উঠেছে। দুরবীন দিয়ে হোটেল ট্রাইডেন্টের দিকে নজর রাখা হচ্ছে, বাইক আরোহী ও কিছু মানুষ ছুটে আসছেন, আর ঠিক সেই মুহূর্তে হোটেল রুম থেকে ব্যাট হাতে বেরিয়ে আসছেন রোহিত শর্মা। চোখে কালো সানগ্লাস, পরনে সাদা শার্ট ও কালো ব্লেজার-প্যান্ট—একেবারে দুর্দান্ত লুকে হাজির হয়েছেন তিনি।
আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচে নেতৃত্ব দেবেন না হার্দিক পান্ডিয়া, বরং দায়িত্ব থাকবে সূর্যকুমার যাদবের কাঁধে। আইপিএলের এই হাইভোল্টেজ ম্যাচে রোহিত সরাসরি ক্যাপ্টেন না হলেও তাঁর ভূমিকা যে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Leave a comment
Leave a comment