আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ পোস্বামীকে বদলি করা হলো দার্জিলিঙে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে পূর্ব বর্ধমান ডেপুটি সিএমওএইচ পদে কর্তব্যরত চিকিৎসক গোস্বামীকে দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করা হয়েছে। তার জায়গায় পূর্ব বর্ধমানে নতুন সিএমওএইচ হচ্ছেন চিকিৎসক সুনেত্রা মজুমদার। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর প্রতিহিংসা মূলক বদলির প্রতিবাদে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস বৃহস্পতিবার বিকাল ৪:৩০ নাগাদ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যেই নাগরিক আন্দোলন সেই আন্দোলনের প্রথমসারিতে ছিলেন চিকিৎসক গোস্বামী। ওই ঘটনার ময়নাতদন্ত থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেন। পরিবারের সাথে বার বার দেখা করেছেন। কথা বলেছেন, আন্দোলনের সামিল হয়েছেন, এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেই বেহাল দশা তা নিয়েও তিনি সরব হয়েছেন। উল্লেখ্য এই আন্দোলনের প্রথমসারিতে থাকায় তাকে পুলিশি হেনস্তার মুখেও পড়তে হয়েছে। লালবাজারে হাজিরাও দিয়েছেন। চিকিৎসক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন সুবর্ণ গোস্বামী। এই প্রসঙ্গে উল্লেখ্য এর আগেও তাঁকে অনেক জায়গায় বদলি করা হয়। উত্তরবঙ্গে আগে তিনি ছিলেন। তারপর ফের তাঁকে বদলি করা হলো সেই উত্তরবঙ্গে।
Leave a comment
Leave a comment