সুদীপ্ত চট্টোপাধ্যায়
ধর্মনিরপেক্ষতা রক্ষায় তার লড়াইকে কুর্নিশ জানিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কেচিঠি দিয়েছেন ভারতীয় সাহিত্য সমালোচক তথা আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চট্টোপাধ্যায় স্পিভাক। দেশের বিভিন্ন প্রান্তে যখন ধর্মীয় উন্মাদনা এবং অস্থির পরিস্থিতি চলছে তার পাশাপাশি এরাজ্যেও নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা ঘটছে সেই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের প্রধান হিসেবে দিনের পর দিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য বার্তা এবং কাজ করছেন তা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন বামপন্থী নারীবাদী গায়ত্রী। শুধু প্রশাসনিক প্রধান হিসেবেই নয় বাম আমলে মমতা যখন ছিলেন বিরোধী দলের নেত্রী তখনও ধর্মনিরপেক্ষতা রক্ষায় এবং জাতি দাঙ্গা রুখতে যথেষ্ট কার্যকরী ও ইতিবাচক পদক্ষেপ করেছেন মমতা। বলেও জানিয়েছেন গায়ত্রী। সমাজের পিছিয়ে পড়া শ্রেণী বা প্রান্তিক মানুষজনের জন্য মমতা গৃহীত কর্মসূচি বা লড়াই আন্দোলনকেও যথেষ্ট প্রশংসা জানিয়েছেন গায়ত্রী। আর গায়ত্রী চক্রবর্তীর স্পিভাকের এই শংসাপত্র পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তার বক্তব্য ” গায়ত্রী দেবীর কাছে আমি কৃতজ্ঞ। তার চিঠি পেয়ে আমি গর্বিত, বাধিত। পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ। এবং তা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। গায়ত্রী দেবীর এই বক্তব্য আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।”