সুদীপ্ত চট্টোপাধ্যায়
“কৃষকদের অভাব অভিযোগ এবং দুর্দশার কথা কেউ ভাবেন না। শুধুমাত্র মারপিট বা কৃষকদের উপর গুলি চালিয়ে তাদের অভাব-অভিযোগকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়।” বিদর্ভে কৃষকদের উপর গুলি চালনার ঘটনায় ঠিক এই ভাষাতেই নিন্দা করলেন সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মতে মারপিট করে গুলি চালিয়ে বা দমনপিরনের মাধ্যমে কোন সমস্যার সমাধান হয় না। কৃষক সমাজের দুরবস্থা বা তাদের অভাব অভিযোগ দীর্ঘদিনের। তাদের পরিস্থিতি বুঝে তাদের সঙ্গে আলোচনা করে মেলামেশা করে সেই সমস্যার সমাধান করা উচিত। এ রাজ্য কৃষকদের অনেক সমস্যা ছিল,এখনো কিছু ক্ষেত্রে রয়েছে। শস্য বীমা, কৃষক বন্ধু প্রকল্প ইত্যাদি নানাবিধ সরকারি প্রকল্প এবং পরিষেবার মাধ্যমে কৃষকদের অবস্থার অনেকটা উন্নতি করেছে তৃণমূল সরকার বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কৃষকদের ওপর দমন পিড়ন নীতিই নয়, কোন হিংসা দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতির হানি কারক কোন কর্মসূচিকেই সমর্থন করে না রাজ্য সরকার বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক ছাওয়া সিনেমাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিসের ঔরঙ্গজেব নিয়ে উক্তি সবমিলিয়ে নাগপুরে যে সাম্প্রদায়িক সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে তারও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে মহারাষ্ট্র সরকারকে সুশাসন বজায় রাখার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহারাষ্ট্র প্রশাসন এবং বিরোধীপক্ষ উভয়কেই আরও দায়িত্ববান এবং সচেতন হতে হবে বলে মন্তব্য ইন্ডিয়া মঞ্চের অন্যতম নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সাম্প্রদায়িক দাঙ্গা বা সম্প্রীতি নষ্ট করার কোন চক্রান্তকে বরদাস্ত করা যায় না একথা উল্লেখ করে মহারাষ্ট্র সরকার, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে সবাইকেই সম্মিলিতভাবে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী।