সুদীপ্ত চট্টোপাধ্যায়
দেশেই হোক বা বিদেশ, রাজ্যের প্রশাসনিক কাজ এবং উন্নয়ন প্রকল্পের কাজে যাতে কোন ব্যাঘাত না ঘটে তা নিয়ে সর্বক্ষণের দৃষ্টি রাখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু রাজ্যের মুখ্য সচিব তার এই বিদেশ সফরের সঙ্গী তাই একদিকে সচিব স্তরে এবং অন্যদিকে মন্ত্রী পর্যায় আলাদা আলাদা ট্রাস্ট স্পোর্টস গঠন করলেন মুখ্যমন্ত্রী। সচিব পর্যায়ের ট্রান্সপোর্টে থাকবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, অর্থ সচিব প্রভাত মিশ্র, ভূমি সচিব বিবেক কুমার রাজ্য পুলিশের ডিজি তথা তথ্য প্রযুক্তি সচিব রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে নবান্নে থেকে রাজ্যের পরিস্থিতি নজরে রাখবেন পাঁচজন মন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা, রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকলমন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রী জানান মন্ত্রী এবং সচিবদের এই টাস্ক ফোর্স সবসময় আলাপ-আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রী বিদেশে থাকাকালীন রাজ্য পরিচালনার দায়িত্ব থাকবেন। কোন আপৎকালীন বা জরুরি পরিস্থিতিতে অথবা কোন সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে বা মুখ্য সচিবের সঙ্গে তারা যোগাযোগ করবেন। সচিব পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে যাতে এই যোগাযোগ সহজলভ্য হয় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মানুষ পান্থ দুজনেই তাদের মোবাইল রোমিং করিয়ে নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা নদীমাতৃক দেশ। তার পাশাপাশি ডিভিসির জল ছাড়ার কারণে বাংলায় প্লাবনের সৃষ্টি হয়। একইসঙ্গে ঝড়-ঝঞ্ঝা বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগ এবং বারো মাসে তেরো পার্বণের এই বাংলায় সাধারণত রাজ্য প্রশাসন অন্য রাজ্যের মত বিদেশ সফর করতে পারে না। তবু প্রতি দু বছরে একবার রাজ্যের শিল্পায়ন এবং রাজ্যের উন্নয়ন বার্তা বিদেশীদের কাছে পৌঁছে দিতে বিদেশ সফরের চেষ্টা করেন তারা। শেষবার অর্থাৎ ২০২৩এ বিদেশ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ৮ দিনের লন্ডন শহরে দুদিন করে মোট চার দিন যাতায়াতে সময় চলে যাবে। এবং বাকি চার দিনে কর্মসূচির মধ্যে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান, বাণিজ্য বৈঠক, অক্সফোর্ড ইউনিভার্সিটির সহ অন্যান্য ইউনিভার্সিটি অনুষ্ঠানে বাংলার কথা তুলে ধরার কর্মসূচি রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সময়ের অভাবের কারণে অন্য আরও একটি দেশে যাওয়ার আমন্ত্রণ বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি। দু’বছর পর অর্থাৎ ২০২৭ সালে ফের বিদেশ সফরে যাবে রাজ্যের প্রশাসন। সেবার জাপানে বাংলার গরিমাকে তুলে ধরা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে ৮ দিনের বিদেশ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিদেশে থাকলেও