সুদীপ্ত চট্টোপাধ্যায়
অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হিথরো বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামীকাল শনিবার তাঁর সাতদিনের যুক্তরাজ্য সফরে রওনা হওয়ার কথা। যদিও হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত শুক্রবার মধ্যরাত পর্যন্তই বিমান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে যদি বিমান চলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কিছুটা বদল আনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। শনিবার লন্ডনের সময় রাত ৮টা নাগাদ হিথরোয় পৌঁছোনোর কথা তাঁর। আপৎকালীন এই পরিস্থিতিতে সেই উড়ানের সময় পিছিয়ে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।সেক্ষেত্রে আগামী কালের পরিবর্তে মুখ্যমন্ত্রী আগামী সোমবার তাঁর প্রস্তাবিত লন্ডন সফরে রওনা হবেন।
পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথরো বিমানবন্দর। সেখানেই বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় বিমান ওঠানামায় বিপত্তি বেঁধেছে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর আপাততভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার কাকভোরে আগুন লাগার ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লিপ্ত হয়। ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে।এই পরিস্থিতিতে হিথরোতে সবরকম বিমান ওঠানামা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ঘুরপথেও নিয়ে যাওয়া হচ্ছে একাধিক বিমান। হিথরোয় অগ্নিকাণ্ডের জেরে মুম্বই থেকে লন্ডনগামী বিমান শুক্রবার ফের মুম্বইতে ফিরে যায়।
সর্বশেষ নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল শনিবার সকালে নয় রাতে কলকাতা থেকে বিমান ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সরাসরি দুবাই যাবেন তিনি। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিমান ধরবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে হিথরো বিমানবন্দরের বদলে গ্যাটউইক বিমানবন্দরে নামবেন মমতা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে তার যে অনুষ্ঠান সূচি রয়েছে তাতে কোন ব্যাঘাত ঘটবে না বলেই মনে করছে নবান্ন। তবে তার ফেরার যে যাত্রাসূচি রয়েছে তা অপরিবর্তিতই থাকছে বলে জানা গেছে।