বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী লন্ডনের উদ্দেশ্যে উড়ান তুলতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে শনিবার সন্ধ্যায় দুবাই হয়ে ব্রিটেনের উদ্দেশে উড়ান তুলছেন তিনি।
রবিবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প হিসেবে গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের বিষয়টি আলোচনায় আসে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্ধারিত পরিকল্পনামাফিক হিথরো বিমানবন্দরেই অবতরণ করবে তাঁর উড়ান।
প্রাথমিক সূচি অনুযায়ী, শনিবার সকালেই লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শুক্রবার পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লাগে, যার ফলে গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ে। এই ঘটনার প্রভাব সরাসরি হিথরো বিমানবন্দরের উপর পড়ে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সেখানে সাময়িকভাবে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়, বেশ কয়েকটি নির্ধারিত উড়ান বাতিল করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
টানা ১৮ ঘণ্টা ধরে বিমান পরিষেবা স্থগিত থাকার ফলে বহু আন্তর্জাতিক উড়ান বাতিল করতে হয়েছে, যার মধ্যে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত ফ্লাইটও।
হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে, শুক্রবার দিনভর বিমান চলাচল বন্ধ থাকবে এবং রাত ১১টা ৫৯ মিনিট (স্থানীয় সময়) পর্যন্ত কোনও উড়ান ওঠানামা করতে পারবে না।
শনিবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করায় শেষ পর্যন্ত নির্ধারিত উড়ানেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের এই গুরুতর বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রায় ১,৩৫১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর ফলে হাজারো যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, অনেকে বিকল্প ব্যবস্থা না পেয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন।
সাধারণত সপ্তাহের শেষভাগে হিথরো বিমানবন্দরে বিমান চলাচলের চাপ বেশি থাকে, তাই এই অগ্নিকাণ্ডের প্রভাব আরও তীব্র হয়। পশ্চিম লন্ডনের শুধু বিমানবন্দরই নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকাও বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। এর ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মেও পড়ে বড়সড় প্রভাব।
তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ব্রিটেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সোমবার তিনি ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার নির্ধারিত রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন, যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগের নতুন দিক ও ব্যবসার প্রসার নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি, তিনি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের দিকেও জোর দেবেন বলে জানা গেছে।
এরপর বুধবার সরকারি পর্যায়ের উচ্চস্তরের বাণিজ্য বৈঠকে অংশ নেবেন তিনি, যেখানে দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মূলত অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করবেন। তাঁর বক্তব্যে সমসাময়িক বিশ্ব পরিস্থিতির পাশাপাশি ভারতের ভূমিকাও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
লন্ডন সফরের সমস্ত কর্মসূচি সম্পন্ন করার পর, আগামী শুক্রবার তিনি দেশে ফেরার জন্য রওনা দেবেন। লন্ডন থেকে সরাসরি কলকাতা পৌঁছবেন মুখ্যমন্ত্রী, যেখানে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতৃত্ব।
Leave a comment
Leave a comment