দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করল সিভিক ভলেন্টিয়ার,
দুষ্কৃতীদের শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। সন্দেহ, ঝাড়খণ্ডের দিকে ঢুকেছে দুষ্কৃতীরা
দিনে দুপুরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি রাষ্ট্রীয় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র(CSP) থেকে টাকা লুটকরে পালালো দুষ্কৃতীরা। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার শালবনি এলাকায়। ঘটনার পরে ওই দুষ্কৃতীদের আটকানো চেষ্টা করে এক সিভিক ভলেন্টিয়ার। যদিও দুষ্কৃতিরা গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় বলরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বলরামপুর থানার বরাবাজার রোডের শালবনি এলাকায় একটি রাষ্ট্রীয় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে গ্রাহক সেজে তিনজন দুষ্কৃতি প্রবেশ করে। এরপরেই গ্রাহক পরিষেবা কেন্দ্রে কর্মী সাচিদানান্দ পাঠক এর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কাউন্টার থেকে প্রায় ৩০হাজার টাকা লুঠ করে পালায়। সেই সময় পাশে চন্ডিতলা হাইস্কুলের কাছে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার ওই তিন দুষ্কৃতী কে আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে শুন্য গুলি চালায় বলে অভিযোগ। মুহূর্তে কিছু বোঝে ওঠার আগেই চম্পট দেয় ওই তিন দুষ্কৃতী। এদিন পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তদন্ত। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ডাকাতির ঘটনা প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন। বলরামপুর থানার শালবনীতে একটি এই ধরনের ঘটনা ঘটেছে। তিন দুষ্কৃতি একটি সিএসপি কাউন্টার থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করে পালায়। সিভিক ভলেন্টিয়ার ওই দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলেও তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যায় তখনই একজন গুলি চালায়। এলাকাটি ঝাড়খন্ড সীমানার অন্তর্গত। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ, তদন্ত শুরু হয়েছে।
সালবনি এলাকাটি বলরামপুর ঝাড়খন্ড সীমানার সামনেই। তাই সন্দেহ করা হচ্ছে ওই দুষ্কৃতীরা হয়তো ঝাড়খণ্ডে গিয়ে গা ঢাকা দিয়েছে। তবে প্রকাশ্য দিবালোকে এভাবে সিএসপি কাউন্টারে ডাকাতি এবং গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।
