এপ্রিলের ৬ তারিখ রাম-নবমী। তার আগে এই উৎসব ঘিরে রাজনীতি এখন তুঙ্গে। শনিবার সাংবাদিক বৈঠক করে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন দুই সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। জাভেদ শামিম বলেন, “দু’টো বড় উৎসব সামনে আছে। আজ শ্যামপুর থানায় একটা মামলা রুজু হয়েছে দু’জনের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছে। উৎসবের মরশুম। দুই সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। তবে জনগণকে বলা হচ্ছে যেন কোনও প্ররোচনায় পা না দেন।” তিনি আরও বলেন, ” ছয় তারিখ ইদ। তারপর রাম-নবমী। আগামী ১০দিন খুব গুরুত্বপূর্ণ। পুলিশ সতর্ক রয়েছে। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে।”
এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, “আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ইদ এবং রামনবমীর দিন কোনও মহল থেকে এমন পরিকল্পনা করা হচ্ছে, যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার লাগানোর পরিকল্পনার কথা জানতে পেরেছি আমারা যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা হিংসা তৈরি হয়। এমনকী কিছু কাজেরও পরিকল্পনার কথা জানতে পেরেছি যাতে শান্তি বিঘ্নিত হয়।”
এদিন শ্যামপুরের ঘটনা নিয়ে সুপ্রতিম সরকার বলেন, ”যে সকল ধারায় মামলা রুজু হয়েছে সেগুলি হল- বিএনএস ১৯৬(১)-বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পতিক শত্রুতা তৈরি করা, ৩৫৩ (১),৩৫৩(২)–মূল কথা যে এমন কোনও কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একে অন্যের বিরুদ্ধে প্ররোচনা তৈরি হয়, ২৯৯-এমন কোনও দুরভিসন্ধি কাজ করা যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, ৬১(২)–অপরাধমূলক ষড়যন্ত্র। অভিযুক্তদের আরও বড় কোনও পরিকল্পনা ছিল কি না সেটা তদন্ত করে দেখতে হবে।”
শনিবার সাংবাদিক বৈঠক করে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন দুই সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে।
Leave a comment
Leave a comment