আগামী সপ্তাহে রাজ্যে একাধিক ধর্মীয় উৎসব রয়েছে। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি বাধানোর ষড়যন্ত্রের খবর পেয়েছে প্রশাসন। তাই সতর্কতা জারি করে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে পুলিশ। শনিবার ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ইতিমধ্যে হাওড়ার শ্যামপুর থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁরা ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। তাই সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। জাভেদ শামিম বলেন, ‘‘আগামী দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদ, রামনবমী, বাসন্তী পূজার মতো একাধিক উৎসব রয়েছে। এই সময়ে কেউ কোনও রকম উত্তেজনা বা অশান্তি ছড়ানোর চেষ্টা করলে, তৎক্ষণাৎ পুলিশকে জানান।’’ রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় উস্কানিমূলক পোস্টার লাগানোর পরিকল্পনার খবর মিলেছে। এমনকি ধর্মীয় সম্পত্তি নষ্ট করার ষড়যন্ত্রও চলছে। তাই গোয়েন্দা বিভাগকেও সতর্ক রাখা হয়েছে।
শান্তি বজায় রাখতে জনসাধারণের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ প্রশাসন। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘উৎসবের সময় সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য। কেউ গুজবে কান দেবেন না, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াবেন না।’’ পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশও প্রস্তুত। কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
রাজ্যবাসীর কাছে পুলিশের অনুরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কোনও রকম অশান্তি দেখলেই পুলিশকে জানান। প্রশাসন সর্বদা তৎপর রয়েছে যাতে উৎসবের আনন্দ নষ্ট না হয়।