লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাতটা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ব্যানার হাতে তাঁরা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান।
বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী নিজের কনভয়ে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সংক্ষিপ্ত সময়ের জন্য কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। গত ২২ মার্চ (শনিবার) সন্ধ্যায় দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই এই সফর ছিল। তবে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
লন্ডনে অবস্থানকালে তিনি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন, যেখানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় শিল্পপতিরা। তিনি বাংলায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং রাজ্যকে শিল্পের আদর্শ কেন্দ্র হিসেবে তুলে ধরেন।
এছাড়া, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে লন্ডনে সরাসরি বিমান চালুর অনুরোধ করেন ভারতীয় দূতাবাসের কাছে। হাই কমিশনার দোরাইস্বামীর সঙ্গে আলোচনায় তিনি এই বিষয়ে গুরুত্ব দেন। তাঁর মতে, এই ব্যবস্থা চালু হলে কলকাতা ও লন্ডনের মধ্যে সংযোগ আরও সহজ হবে।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে ‘সামাজিক উন্নয়ন’ বিষয়ে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। তবে বক্তৃতার সময় কিছু বিক্ষোভকারী পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি ছিল আরজি কর মেডিক্যাল কলেজ সংক্রান্ত।
তৃণমূলের দাবি, বিক্ষোভকারীরা এসএফআই-এর সদস্য ছিলেন। তবে, এই পরিস্থিতিতেও সংযত থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ধন্যবাদ, আমাকে এই ভাবে স্বাগত জানানোর জন্য। এটা গণতন্ত্র। আপনারা নিজেদের দাবিগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন।”
সমস্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে শনিবার কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফর বাংলার ভবিষ্যৎ বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।