বাংলার জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’ কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া হতে চলেছে? টলিপাড়ায় জোর গুঞ্জন, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হননি সৌরভ। তাহলে কি শেষ হচ্ছে দাদার দাদাগিরি?
না, একেবারেই নয়! বরং দাদা এবার হাজির হতে চলেছেন নতুন চমক নিয়ে। সূত্রের খবর, প্রতিপক্ষ এক চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি, যেখানে উপস্থাপনা করতে পারেন একাধিক শো। শোনা যাচ্ছে, এবার বাংলা ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। পুজোর পর থেকেই শুরু হবে শুটিং। তবে এটুকুই নয়, ওই চ্যানেলে আরও একটি নতুন শো সঞ্চালনা করতে পারেন সৌরভ। নতুন প্ল্যাটফর্মে তাঁর উপস্থিতি দর্শকদের জন্য যে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
‘দাদাগিরি আনলিমিটেড’ প্রথম সম্প্রচারিত হয় ২০০৯ সালে জি বাংলায়। শোয়ের প্রথম দুই সিজনে সঞ্চালক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও তৃতীয় সিজনে তাঁর পরিবর্তে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে চতুর্থ সিজন থেকে ফের এই জনপ্রিয় কুইজ শোয়ের হোস্ট হিসেবে ফিরে আসেন দাদা এবং টানা দশটি সিজন উপস্থাপনা করেছেন তিনি।
টিআরপি তালিকায় ‘দাদাগিরি’ বরাবরই প্রথম সারিতে। সাধারণ প্রতিযোগী থেকে সেলিব্রিটি— সবাই অংশ নেন এই জনপ্রিয় শোতে। সৌরভের সাবলীল সঞ্চালনা, কুইজের উত্তেজনা আর প্রতিযোগীদের সঙ্গে মজাদার মুহূর্ত দর্শকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।
এখন বড় প্রশ্ন, দাদাকে ছাড়া কি ‘দাদাগিরি’ আগের মতো জমে উঠবে? নাকি সৌরভের নতুন যাত্রা আরও বড় চমক আনবে? সৌরভ নিজে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, টলিপাড়ায় গুঞ্জন, দাদার নতুন মঞ্চ একেবারে নতুন স্বাদ আনতে চলেছে দর্শকদের জন্য!
দেখার বিষয়, তাঁর অনুপস্থিতিতে ‘দাদাগিরি’ কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারে এবং নতুন শোয়ে সৌরভ কতটা সফল হন। আপাতত দাদার নতুন মঞ্চে আগমন নিয়ে উত্তেজনার পারদ চড়ছে বাংলার দর্শকদের মধ্যে!