কলকাতাবাসীদের জন্য আসছে সুখবর! এবার কলকাতা বিমানবন্দরে নামলেই সরাসরি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর মেট্রো রুটের কাজ প্রায় শেষের পথে। কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) অনুমোদন পেলেই এই পরিষেবা শুরু হবে। মেট্রো রেল সূত্রে খবর, এপ্রিলের মধ্যেই এই রুটের সমস্ত কাজ শেষ হবে।
নতুন মেট্রো পরিষেবা শুরু হলে দিল্লি, মুম্বই, চেন্নাই, লখনউয়ের মতো এবার কলকাতাতেও বিমান থেকে নেমেই মেট্রো ধরা যাবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন। এখানে থাকবে ৫টি প্ল্যাটফর্ম, ১২টি এসক্যালেটর ও ৬টি লিফট। আপাতত ২টি প্ল্যাটফর্ম কার্যকরী অবস্থায় রয়েছে।
চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার জানিয়েছেন, এই প্রকল্প এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। CRS-এর অনুমোদন পেলেই যাত্রী পরিষেবা চালু হবে। পরবর্তী ধাপে বারাসত পর্যন্ত এই লাইন সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন বিমানবন্দর পর্যন্ত চক্ররেল পরিষেবা চালু হয়েছিল, যা পর্যাপ্ত যাত্রী না থাকায় বন্ধ হয়ে যায়। পরে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা হলেও এয়ারপোর্ট অথরিটি আপত্তি জানায়। অবশেষে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই ইয়েলো লাইনের এই কাজ শেষ হবে। এরপর চূড়ান্ত ছাড়পত্র মিললেই শহরের সঙ্গে সরাসরি মেট্রো সংযোগ পাবে বিমানবন্দর। এখন শুধুই সময়ের অপেক্ষা!