বিহারের রাজনীতিতে ফের একবার উত্তেজনা! আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রকাশ্যে স্বীকার করলেন তাঁর ‘ভুলের’ কথা। বিজেপির হাত ছেড়ে যে তিনি ভুল করেছিলেন, তা মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে কবুল করলেন নীতীশ। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আর নেবেন না বলেও প্রতিশ্রুতি দিলেন তিনি।
রবিবার বিহারে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতীশ কুমার। সেখানেই তিনি বললেন, আমি দু’বার একই ভুল করেছি। বিজেপির হাত ছেড়ে দেওয়া আমার উচিত হয়নি। এবার থেকে এই ভুল আর কখনও করব না।
নীতীশের এই বক্তব্য কার্যত তাঁর রাজনৈতিক ইউ-টার্নেরই প্রমাণ দিচ্ছে। কয়েক বছর আগেই বিজেপির হাত ছেড়ে আরজেডি-র সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট গড়ার উদ্যোগ নিলেও পরে সেখান থেকে সরে গিয়ে ফের গেরুয়া শিবিরের হাত ধরেন। বারবার দলবদলের কারণে বিরোধীরা তাঁকে ‘ডিগবাজি মাস্টার’ বলেও কটাক্ষ করে থাকে।
সম্প্রতি মহারাষ্ট্রের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও যাননি নীতীশ, যার ফলে তাঁর ও বিজেপির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা শুরু হয়। কিন্তু রবিবারের এই বক্তব্যে তিনি সেসব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন।
এদিন নীতীশ কুমার স্মরণ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও। বললেন, কে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন জানেন? শ্রদ্ধেয় অটলজি। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি।
নীতীশের এই নতুন অবস্থান আগামী নির্বাচনের আগে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক কতটা দৃঢ় করবে, তা নিয়েই এখন সরগরম বিহারের রাজনীতি!