পরিতোষ সাহা: বীরভূম
চলতি বছরেই রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচনে করা হতে পারে।এমনই ভাবনা রাজ্যের।রবিবার বোলপুরে এসে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তবে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার বোলপুরে ৪১-তম পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী।সেখানেই তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,“নির্বাচন নিয়ে মহামান্য আদালত যেটা বলেছেন,সেটা নিয়ে আমার তা নিয়ে বিরোধিতা নেই।যেহেতু এটা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা দরকার।তবে এটা হবে সেটা নিয়ে আমি আশাবাদী। ”
প্রসঙ্গত,কোলকাতা হাইকোর্ট উচ্চশিক্ষা দফতরের কাছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে হলফনামা চেয়েছে।কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এ সংক্রান্ত কমিটি যে সরকার করেছে,তার রিপোর্টের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে,সেই সমস্ত সবকিছুই হলফনামায় উল্লেখ করতে হবে।এছাড়াও, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেছেন কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এছাড়াও ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী যে বিক্ষোভের মুখে পড়েছিলেন।তারই পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়ে এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল।তারই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ বলে ভাবনা।
২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতাই আসার পর থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জেরে বহু অভিযোগ উঠে আসছিল।কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে তৃণমূলের দাদাগিরিও প্রকাশ্যে আসতে শুরু করে।ফলে সমালোচনার মুখে বারবার পড়তে হয়েছে রাজ্য সরকার ও তার শিক্ষা দফতরকে।ফলে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া খুব জরুরি বলে মনে করতে শুরু করে।রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন না করে পরিষদীয় কাঠামো গড়ে তোলার যে পরিকল্পনার কথা জানিয়েছিল।তার বিরোধিতা করেছিল বাম ছাত্র সংগঠন গুলি।তার জেরেই কিছুটা পিছিয়ে এসে চলতি বছরেই কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার ভাবনা বলে মনে করে রাজনৈতিক মহল।