স্নিগ্ধা চৌধুরী
খাস কলকাতার বুকে ফের রহস্যজনক খুন। সোমবার ভোররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে চিনারপার্কের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত ঘোষ। তিনি রাজারহাটের রিকজোয়ানি মাঝেরহাট পাড়ার বাসিন্দা এবং পেশায় গাড়িচালক। বাড়তি উপার্জনের আশায় মাঝেমধ্যেই টোটো চালাতেন তিনি। রবিবারও অতিরিক্ত আয়ের আশায় নিজের টোটো নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। বহুবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
সোমবার সকালে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পরই পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের দাবি, সুশান্ত বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং আর্থিক লেনদেনের সমস্যায় ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত খুন। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় এবং পরে ভারী কিছু দিয়ে আঘাত করে নিশ্চিতভাবে মৃত্যু ঘটানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রাথমিকভাবে আর্থিক লেনদেন এবং পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হত্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সুশান্তের মোবাইলের কললিস্ট ও অন্যান্য ডিজিটাল প্রমাণ যাচাই করছে পুলিশ।
নিউটাউনের মতো ব্যস্ত এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে এবং ঘটনার রহস্য উন্মোচন করা হবে। আপাতত গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।