একসঙ্গে প্রায় ৭৫০ ওষুধের দাম বাড়ছে ! মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম একধাক্কায় ১.৭৪ শতাংশ বাড়তে চলেছে। যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল, ডায়াবিটিসের ওষুধ থেকে শুরু করে ক্যান্সার, অ্যানিমিয়ার ওষুধও। বাড়িতে তেল, চাল কেনার মতো যাঁদের অনেক টাকার ওষুধ কিনতে হয় তাদের জন্য এটা তো অবশ্যই একটা খারাপ খবর।
আপনার বাড়িতে কি প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি ওষুধ লাগে ? বাড়ির বয়স্ক বা অন্য কারও জন্য কি আপনাকে হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয় প্রতি মাসে ? তাহলে আপনার জন্য এই খবরটা দুশ্চিন্তার খবর ! আপনার ওষুধের খরচ এক ধাক্কায় আরও বাড়তে চলেছে ! মঙ্গলবার থেকেই দাম বাড়তে চলেছে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের ! ১.৭৪ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায় ? প্যারাসিটামল, কিংবা ব্যাক্টিরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো আছেই ! সেই সঙ্গে অ্যানিমিয়া, ডায়াবিটিস, আর ক্যান্সারের ওষুধের দামও বাড়তে চলেছে! তালিকায় রয়েছে ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েডও। মঙ্গলবার থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই বাড়তে চলেছে ওষুধ কেনার খরচ! হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এন পি পিএ-র তরফে এম আর পির-র ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে। ১ এপ্রিলের পর থেকে বর্ধিত দামের ওষুধ বাজারে ছেড়ে, পুরনো ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তেও সবুজ সংকেত দিয়েছে এন পি পি এ। এদিকে আলসার থেকে স্নায়ুর রোগ। হৃদরোগ ঠেকানোর অ্যাড্রিনালিন ইঞ্জেকশন থেকে অ্যান্টিবায়োটিক। গুণগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি নামী ব্র্যান্ডের বহু ওষুধ। দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা ১০৪টি ওষুধের মধ্যে রাজ্যের ২ ল্যাবে ফেল করেছে ২৮টি ওষুধ। আর তাই এই ওষুধের দাম বৃদ্ধি নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাঁর প্রেস বিবৃতিতে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে কিন্তু কেন্দ্রের সরকারের কোনোও হেলদোল নেই। যদিও বাম ছাড়া আর কোনও রাজনৈতিক দল ওষুধের দাম বৃদ্ধি নিয়ে এখনও সরব হয়নি।
Leave a comment
Leave a comment
