মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন? একজন মহাকাশচারীই দিতে পারেন এর সঠিক বর্ণনা। সদ্য মহাকাশ থেকে ফিরে সেই অপরূপ দৃশ্যেরই কথা জানালেন নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।বাস্তবেই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস মহাকাশ থেকে ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে ভারতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হিমালয়কে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ক্ষেত্র বলে বর্ণনা করেছেন তিনি।
মহাকাশ থেকে ভারত কেমন দেখায়? আজ থেকে চার দশক আগে এই প্রশ্নের উত্তরে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন কবি মুহাম্মদ ইকবালের সেই বিখ্যাত লাইন “সারে জাহা সে আচ্ছা”।সোমবার এক সাংবাদিক সম্মেলনে মহাকাশের উপর থেকে ভারতীয় ভূ-দৃশ্য দেখে অপরূপ মুগ্ধতার কথাই শোনালেন সুনীতা উইলিয়ামস।
“আশ্চর্যজনক, খুবই আশ্চর্যজনক,” মহাকাশে ২৮৬ দিন কাটিয়ে আসার পর থাকার পর মহাকাশ থেকে ভারত কেমন দেখাচ্ছে জানতে চাইলে তাঁর প্রথম উত্তর ছিল এটাই। তিনি বলেন, “ভারত আশ্চর্যজনক। আমরা যখনই হিমালয়ের উপর দিয়ে গিয়েছিলাম, বুচ (উইলমোর, সহকর্মী মহাকাশচারী) অবিশ্বাস্য ছবি তুলেছিল যা ছিল আশ্চর্যজনক।”
মার্কিন মহাকাশচারী হলেও তার ভারতীয় শিকড়ের কথা ভুলতে পারেন নি সুনীতা উইলিয়ামস। পশ্চিমে মাছ ধরার নৌকা থেকে শুরু করে উত্তরে বিশাল হিমালয় পর্যন্ত, তাঁর ভূদৃশ্যের বর্ণনায় কাজ করেছে এক ধরণের মুগ্ধতা। তিনি জানান,”আমি আগেও এটা বর্ণনা করেছি — যখন টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ হয়েছিল, তখনকার ঢেউয়ের মতো হিমালয় দেখতে। তারপর সেটা ভারতের দিকে নেমে এসেছে নানা রঙে। যখন আপনি পূর্ব থেকে গুজরাট ও মুম্বাইয়ের দিকে আসবেন, তখন উপকূলের মাছধরার নৌকাগুলো দেখতে পাবেন, যা একধরনের আলোর বাতিঘরের মতো। সারাদেশ জুড়ে আমার মনে হয়েছিল — এটি এক আলোর নেটওয়ার্ক, বড় শহর থেকে ছোট শহর পর্যন্ত।“
৫৯ বছর বয়সী এই মহাকাশচারী নাসার আসন্ন অ্যাক্সিওম মিশন নিয়েও উত্তেজিত, যা চারজন মহাকাশচারীকে মহাকাশে নিয়ে যাবে। তাদের মধ্যে আছেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট এবং ইসরোর মহাকাশচারী শুভাংশু শুক্লা। সুনীতা বলেন, “এটা বেশ অসাধারণ। তাদের ( ভারতের) নিজের দেশের একজন লিডার থাকবেন, যিনি তার দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কতটা চমৎকার তা নিয়ে কথা বলতে পারবেন,”
ভারতীয় মহাকাশ কর্মসূচিতে সাহায্য করতেও আগ্রহী মিসেস উইলিয়ামস। এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন ভারত এক মহান আর দুর্দান্ত গণতন্ত্রের দেশ। ভারত মহাকাশ অভিযানে থাকা দেশগুলোর ক্লাবে পা রাখার চেষ্টা করছে।এর অংশ হতে এবং সাহায্য করতে তিনি আগ্রহী। যে কোনও এক সময়ে দেখা করতে এবং আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব বলে জানিয়েছেন উইলিয়ামস। ইতিমধ্যেই সুনীতা উইলিয়ামসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিসেস উইলিয়ামস জানিয়েছেন শুধু তিনি নন, ভারত ভ্রমণে ক্রু সদস্যদের সঙ্গে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।
Leave a comment
Leave a comment