পরিতোষ সাহা:বীরভূম
বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন।তার আগেই বিজেপির রাজ্য নেতৃত্ব ৮টি সাংগঠনিক জেলার সভাপতির নাম প্রকাশ করল।বুধবার রাজ্য বিজেপি নেতৃত্বের জেলা সভাপতি তালিকা প্রকাশ করার পরে পরেই বিজেপির অন্দরে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।বিশেষ করে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহাকে ঘিরে।
বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেন থেকে আটটি সাংগঠনিক জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ করে।তাতে বীরভূম জেলার দুটি সাংগঠনিক জেলা (বীরভূম ও বোলপুর) সভাপতি নামের তালিকা প্রকাশ করে।সেই তালিকায় বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল কে বাদ দিয়ে করা হয়েছে শ্যামাপদ মণ্ডলকে।যিনি একদা বিজেপির বীরভূম জেলা সভাপতির পদ সামলেছেন।বর্তমানে তিনি রাজ্য বিজেপির সহ-সভাপতির পদে আছেন।কিন্তু বিজেপির অন্দরের ক্ষোভ বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহাকে ঘিরে।এই নিয়ে তিনি তিনবার সভাপতির দায়িত্ব সামলাবেন।
বিজেপি সূত্রে খবর,বিজেপির গঠনতন্ত্র অনুসারে,জেলার সভাপতি নির্বাচন করা হয়।সেই নির্বাচনে মণ্ডল সভাপতিদের ভোটাভুটিতে জেলা সভাপতি নির্বাচিত হন।কিন্তু তা কিছুই হয়নি বলে খবর।পাশাপাশি, ২০২১ বিধানসভা,২০২৩ পঞ্চায়েত নির্বাচন,২০২৪ লোকসভা নির্বাচনে ধ্রুব সাহার নেতৃত্বাধীন বীরভূম বিজেপি তেমনভাবে দাঁত ফোটাতে পারেনি।শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনে দুবরাজপুর বিধানসভা বাদে।ফলে সেই ধ্রুব সাহাকে ফের বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করাই,বিজেপির মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
অন্যদিকে, বোলপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিজেপির নীচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল।তিন তিনটি নির্বাচনেও তেমনভাবে বোলপুর সাংগঠনিক জেলায় বিজেপি আঁচড় কাটতে পারেনি।এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছিল।২০২৩ পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল মার খান।তার গাড়ি ভাঙচুর করা হয়।বাড়ানো হয় নিরাপত্তা।তবুও তেমন কিছু আশাব্যঞ্জক ফল আসেনি।তাই বোলপুর সাংগঠনিক জেলার সভাপতির বদল ছিল সময়ের অপেক্ষা।আর তাতেই শিলমোহর দিল রাজ্য বিজেপি।
এখন দেখার এই দুই সভাপতির কাঁধে ভর দিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কতটা আশানুরূপ ফল করতে পারে।
