সংখ্যালঘুদের সঙ্গে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। এদিন তাঁর পরনে ছিল গোলাপি শার্ট-প্যান্ট আর গলায় চেলি কাপড়। মাথায় পরেছেন গোলাপি পাগড়ি। রবিবার এই সাজেই রাম-নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার পাশাপাশি সম্প্রীতির বার্তাও পৌঁছে দিলেন মানুষের মধ্যে। তারই পাশাপাশি তুললেন বেঙ্গল মডেলের প্রসঙ্গ। এদিন কুণালের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেল একাধিক সংখ্যালঘু মানুষদেরও। তাঁরাও এদিন রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করে বললেন, “হিন্দু-মুসলিম ভাই-ভাই।”
রবিবার রামনবমীর শুভদিনে শোভাযাত্রা বের হয় ঠনঠনিয়া কালীবাড়ি থেকে। এই শোভাযাত্রায় তৃণমূল নেতা কুনাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের কাউন্সিলর একে একে যোগদান করতে শুরু করেন। শোভাযাত্রায় উপস্থিত হতে দেখা গিয়েছে বহু সংখ্যক সংখ্যালঘু মানুষদের। রাম-সীতা-হনুমান সাজিয়ে নিয়ে আসা হয়েছে এদিন রামনবমীর জন্য আয়োজিত শোভাযাত্রায়। তারই পাশাপাশি বাজানো হচ্ছে ঢাক। সঙ্গে চলছে রামের গান। এদিন মিছিল শুরুর পূর্বেই ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
কুণাল ঘোষ এদিন বলেন, “এটা সম্প্রীতির শোভাযাত্রা। মুসলমানদের পবিত্র ইদে আমরাও সামিল হয়েছি। রাম-নবমীর শোভাযাত্রায় মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় শোভাযাত্রা সব ধর্মের আলাদা হতেই পারে। কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল। এটাই বাংলার সংস্কৃতি।” তৃণমূল নেতার পর এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণকারী এক সংখ্যালঘু ব্যক্তি বলেন, “রামনবমীর শুভেচ্ছা সকলকে। হিন্দু-মুসলিম ভাই-ভাই। এটাই তো বাংলা।” এইভাবে রামনবমীর শুভযাত্রায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিলেন অংশগ্রহণকারীরা।