আইকার্ড দেখিয়েই ছাত্রদের ঢুকতে হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
অবশেষে অনুমতি ছাড়াই রামনবমী পালিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংক্ষেপে এবিভিপি সহ আরো কয়েকটি সংগঠন এই রামনবমী পুজো উদযাপন করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালিত হল। উল্লেখযোগ্য বাম ও অতিবাম দের দুর্গ বলে খ্যাত রাজ্যের আইকনিক শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রামনবমী উদযাপনের অনুমতি দেননি। মূলত দুটি কারণ দেখিয়ে রামনবমী পালনের অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে। প্রথমত রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলা এবং দ্বিতীয়তঃ নতুন করে ছাত্র সংগঠনগুলির মধ্যে কোন অশান্তির বাতাবরণ যাতে না তৈরি হয় সে কথা মাথায় রাখা। কিছুদিন আগেই এই যাদবপুর বিশ্ববিদ্যালয় রক্তারক্তি কাণ্ড ঘটে। শুধু তাই নয় আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী। অসুস্থ এ হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য। সব মিলিয়ে যে অশান্তির রাজনৈতিক আবহ বা বাতাবরণ যাদবপুর বিশ্ববিদ্যালয় গত একমাসে সৃষ্টি হয়েছে সে কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে রামনবমী উদযাপনকে কেন্দ্র করে কোন অশান্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে দিতে নারাজ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ক্যাম্পাসে বহিরাগতদের তান্ডব ইদানিং কালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে বারবার শিরোনামে এনেছে। রামনবমী বিতর্ককে সামনে রেখে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ফের তৈরি হোক তা চাইনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আবহে কিছুটা জোর করেই অনুমতি না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী উদযাপন করলো এবিভিপি সহ অন্যান্য ছাত্র সংগঠন। যদিও এর নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি। এবং তৃণমূল প্রভাবিত রাজ্যের অধ্যাপক সংগঠন রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনিতেই রবিবার ছুটির দিন তার ওপর রামনবমী নিয়ে রাজনৈতিক বিতর্ক। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পড়ুয়াদের এদিন আইকার্ড দেখিয়ে ভেতরে ঢুকতে হয়। এবিভিপির ছাত্র নেতাদের বিরোধ তৈরি হয়। ইজরায়েল থেকে প্যালেস্টাইনের বিরোধিতা করতে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়, পড়ুয়াদের আই কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হয় না তখন রামনবমীর জন্য অনুমতি দূরে থাক ছাত্রদের আই কার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে হবে কেন? এই প্রশ্ন তুলেছেন রামনবমী উদযাপনের উদ্যোক্তা ছাত্র নেতারা। পাশাপাশি এই প্রথমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামের পুজো অনুষ্ঠিত হওয়ায় সমস্ত সহযোগী ছাত্র সংগঠনগুলোকে অভিনন্দন জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিবিপি ইউনিট।