আবারও ভয়াবহ রোগের মুখোমুখি হলেন তাহিরা কাশ্যপ। লেখিকা, নির্মাতা এবং অভিনেতা আয়ুষ্মান খুরানার জীবনসঙ্গিনী হিসাবে পরিচিত এই সাহসিনী ফের স্তন ক্যানসারে আক্রান্ত। সাত বছর আগে ২০১৮ সালে প্রথম এই অসুস্থতার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল তাঁর। নিয়মিত চিকিৎসা ও সতর্কতা সত্ত্বেও আবার ফিরে এসেছে সেই অদৃশ্য শত্রু।
তাহিরা এবারও ভেঙে পড়েননি। বরং সোশ্যাল মিডিয়ায় নিজের পরিস্থিতির কথা জানিয়ে সকলকে আবার এক অনুপ্রেরণার গল্প শোনালেন। তিনি লিখেছেন, “জানি শরীরে কী হচ্ছে, বুঝতে পারছি। এবারও লড়াইয়ের জন্য তৈরি।” তাঁর ভাষায় ছিল না কোনও অভিযোগ, বরং ছিল অপরাজেয় মনের জোর।
প্রথমবার জীবন তাঁকে কষাঘাত করেছিল, তখনও থেমে যাননি। এবারও বলেছেন, “এই তেতো অভিজ্ঞতা দিয়ে জীবনের এক নতুন স্বাদ তৈরি করব, যা মনে গেঁথে থাকবে চিরকাল।”
এই দুঃসময়ে স্বামী আয়ুষ্মান খুরানা ভালোবাসা ও ভরসা নিয়ে আছেন পাশে। স্ত্রীর প্রতি তাঁর আবেগঘন প্রতিক্রিয়া—“তোমার পাশে সবসময় ছিলাম, আছি, থাকব”—সেটাই প্রমাণ করে।
তাহিরা নিজেও জানিয়ে দিয়েছেন, জীবনের কষ্টকেও তিনি রূপ দিতে চান শক্তির উৎসে। প্রথমবার তিনি যা পেয়েছিলেন, তা দিয়ে শিখেছিলেন কীভাবে জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে হয়। এবারও তিনি সেই অভিজ্ঞতাকে রূপ দিচ্ছেন সাহসে, দৃঢ়তায়।
তাহিরার এই প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত নয়, বরং অসংখ্য মানুষের অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে। তাঁর যাত্রা যেন বলে—আঘাত আসবেই, কিন্তু জীবন থেমে যাবে না।