গড়িয়াহাটে এক যুবককে রাতের অন্ধকারে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় যুবক চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। রকি রাজবংশী নামে ছুরিকাহত ওই যুবকের বয়স২৭ বছর। পুলিশ সূত্রে খবর পুরনো বিবাদের কারণেই এই ঘটনা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ঘটনার সূত্রপাত ৭ তারিখ মধ্যরাতে, প্রথমে বচসা বাধে রকির সঙ্গে স্থানীয় ভোলা, যিশু এবং পিংকুর, পরে রকিকে ডাকা হয় গড়িয়াহাট মোড়ে,তখনই রাস্তায় ফেলে চপার দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রকি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর এই প্রথম নয়, এর আগেও জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের অভিযুক্ত যুবকদের সঙ্গে রকির ঝামেলা বেধেছিল। রকির ওপর হামলাও হয় সেই সময়। এখনও পর্যন্ত গড়িয়াহাট থানা কাউকে গ্রেফতার করতে পারিনি। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়িতে কেউ নেই বলে জানায় এক প্রতিবেশী।
Leave a comment
Leave a comment