দাবিপূরণে ‘রাস্তাই পথ’ বলছেন চাকরিহারারা
সুদীপ্ত চট্টোপাধ্যায়
অবশেষে কিছুটা হলেও চিঁড়ে ভিজলো। সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনরত চাকরি-হারা শিক্ষক-শিক্ষিকারা। আপাতত অনশন কর্মসূচি তুলে নেয়া হলেও তাদের বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ২২ লক্ষ ও এম আর শীট প্রকাশের দাবি পূরণ না হলে তারা ফের অনশন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। অবশ্য প্রতিবাদের রাস্তা ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। যতক্ষণ না তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততক্ষণ ‘রাস্তাই তাদের পথ দেখাবে’ বলে মন্তব্য চাকরিহারাদের। খুব শীঘ্রই নিজেদের দাবি দেওয়া পূরণের জন্য এসএসসি ভবন অভিযানে নামবেন বলেও জানিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সল্টলেকে এস এস সি ভবনের সামনে অনশন কর্মসূচি বা আন্দোলন পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। বিশেষ করে পুলিশের অসহযোগিতা এবং অমানবিক আচরণের ধিক্কার জানিয়েছেন আন্দোলনকারীরা। অভিযোগ, এই প্রখর দাবদাহে তাদের অনশন কর্মসূচির জন্য কোন ছাউনির ব্যবস্থা করতে দেওয়া হয়নি। এতগুলো মানুষ আন্দোলন মুখী কিন্তু তাদের জন্য কোন বায়ো টয়লেটের ব্যবস্থা ছিল না। এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে পুলিশের গাড়ি পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছেন অনশন কর্মসূচি পালন করা আন্দোলনকারীরা। নিজেদের ভুলে নয় সরকারি ব্যবস্থাপনার ভুল বা দুর্নীতির জন্য যাদের চাকরি হারাতে হয়েছে তাদের দাবি দেওয়া পূরণের আন্দোলনের জন্য সরকারি ব্যবস্থাপনার এই উদাসীনতায় তাদের চাকরি ফিরে পাওয়ার যাবতীয় সরকারি আশ্বাসে ভরসা রাখতে পারছেন না চাকরিহারারা। তাই অনশন প্রত্যাহার করলেও এখনই রাস্তা ছেড়ে যেতে নারাজ আন্দোলনকারীরা। সম্প্রতি শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই তালিকা প্রকাশিত না হলে চাকরি হারাদের এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।