টুইটে বোমা ফাটালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ! বিজেপি নেতার চার হাত এক হতে চলেছে বলে টুইট করতেই শুরু জল্পনা। কার বিয়ের কথা বলে বসলেন তিনি? পরে বোঝা গেলো আসল বিষয়। সেখানেই তিনি লিখেছেন, “দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।” যদিও এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে ফোন করা হলে তিনি ফোন ধরেনি এবং মেসেজের কোন জবাব দেননি। কিন্তু পাত্রী কে?
সারাদিন এই নিয়ে জল্পনার মধ্যে উঠে এলো রিঙ্কু মজুমদার নামে এক বিজেপি মহিলা মোর্চার নেত্রীর নাম। দিলীপ ঘোষের মতো তিনিও নিউটাউনে থাকেন। দিলীপবাবুর সঙ্গে প্রাত ভ্রমণে ইকো পার্কে মাঝে মধ্যেই দেখা যেত তাঁকে। স্থানীয় বাসিন্দারা তেমনটাই জানাচ্ছেন। অবশেষে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের কাছে নিজেই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন রিঙ্কু মজুমদার।
রিঙ্কু এদিন জানান, “দিলীপদাকে বহু দিন ধরে চিনি। তাঁকে ভালোও লাগে। তাঁর কাছে মনের কথা খুলেও বলা যায়। দিলীপদাকে গত সেপ্টেম্বরে প্রোপোজ় করেছিলাম। মাস তিনেক সময় চান তিনি। পরে ডিসেম্বরে আবার কথা হয়।”
রিঙ্কু এদিন বলে , প্রথমে কথা ছিল তাঁদের বিয়ে হবে জানুয়ারি মাসেই। তাহলে বিয়ে হলো না কেন? রিঙ্কুর কথায়,”নানা পারিপার্শ্বিক চাপে বিয়ের দিন কিছুটা পিছিয়ে দিতে হলো।” কবে চার হাত এক হচ্ছে, জিজ্ঞাসা করলে রিঙ্কু জানান,”ঠিক সময়ে খবর পেয়ে যাবেন।” সূত্র মারফত খবর, শুক্রবারেই বিয়ে সারছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। রিঙ্কু জানান,”হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আগে মালাবদল, পরে সইসাবুদ।”
কানাঘুষো শোনা যাচ্ছে,আত্মীয়রা নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে এসে গিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে হাতেগোনা কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিলীপ ঘোষের মা মাঝেমধ্যেই তাঁকে বিয়ের কথা বলতেন। এতদিনে মায়ের ইচ্ছে পূরণ করছেন তিনি। দিলীপ ঘোষকে কেমন লাগে? রিঙ্কুর কথায়,”উনি খুবই নির্ভর করার মতো মানুষ। অত্যন্ত সংবেদনশীল।”