অশান্তি আসলে “রাজনৈতিক খেলা” মন্তব্য মমতার
সুদীপ্ত চট্টোপাধ্যায়
মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ। মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশ যোগ নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চরণে তখন বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে গতকালই প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই বক্তব্য নতুন করে বিতর্ক শুরু হয়। আজকের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করতে গিয়ে বিএসএফের প্রসঙ্গ টানেন। এতদিন সীমান্ত থেকে 5 কিলোমিটার এলাকা সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের এলাকা বলে পরিচিত ছিল। যে এলাকার উন্নয়নের কাজ তদারকি করার জন্য বিএডিপি অর্থাৎ বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট বলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের একটি নোডেল বিভাগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী বিএসএফের এলাকা পাঁচ কিলোমিটার থেকে বাড়িয়ে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এ কথা উল্লেখ করেই আজ ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ” আগে আমাদের কাছে সব তথ্য থাকত। কারা আসছে, কেন আসছে,, কিন্তু এখন আমাদের পুলিশকে তোয়াক্কা করে না বিএসএফ। তোয়াক্কা করেন না এখনকার হোম মিনিস্টার।” মমতার বক্তব্য,
সীমান্ত সুরক্ষা দেখে বিএসএফ, কয়লা দেখে সিআইএসএফ, আবার গরুও দেখে বিএসএফ।
তাহলে অনুপ্রবেশ থেকে প্রতিবেশী দেশে পাচার কাণ্ডে রাজ্যকে জড়ানো হচ্ছে কেন? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুধু বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই টার্গেট নয়
দাঙ্গা বা অশান্তি নিয়ে গোটা বিজেপিকেই নিশানা করেন মমতা। “বিজেপি-র টাকায় অনেক এজেন্সি আছে। আমাদের আইটি সেল আছে, তা অনেক দুর্বল। এত ক্ষমতা নেই। বিজেপির আইটি সেল গোটা দেশে বাংলাকে নিয়ে পড়ে আছে, যার ৯৯ শতাংশই ভুয়ো” মন্তব্য মমতার। তাঁর মতে,
“আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয়। এই সময়ে কোনো কোনো পলিটিকাল নেতা মাছ ধরতে বেরিয়ে যায়। আমি চাই আমার দেশ ভালো থাকুক, শান্তির জন্য এখনই মিছিল-মিটিং করার দরকার নেই। দেখুন আইন কি বলে। এটা রাজনীতি করার জায়গা নয়।” সবাইকে শান্তিতে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কিছু দুষ্কৃতি দিয়ে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করা হয়। এটাও একটা রাজনৈতিক খেলা বলে মনে করেন মমতা। মূলত নির্বাচনের এক বছর আগে থেকেই এই রাজনৈতিক খেলা শুরু হয় বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় ওয়াকফ অশান্তির মূলে ২৬ এর নির্বাচনের আগে একটা “রাজনৈতিক চক্রান্ত” বলে ফের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।