শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার রাত পর্যন্ত। আজ শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। যদিও উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।অন্যদিকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আরও তিন জেলায়। পূর্ব বর্ধমান,পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলার কিছু অংশে।
বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। সেই সঙ্গে সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা।জেলা গুলি হলো হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। এইসব জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। রবিবার ও সোমবারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। সোমবার আংশিক মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ হতেই তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় আজ সকালে পরিষ্কার আকাশ থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে নীচে নেমেছে দিন ও রাতের তাপমাত্রা। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শহরে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়।থাকছে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
রবিবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি।
