শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
ভারত সেরা হয়েছে মোহনবাগান, একই মরসুমে লীগ শিল্ড জয় সেই সঙ্গে ISL কাপ জয় করে নজির গড়েছে সবুজ মেরুন শিবির। এবার তাঁদের লক্ষ্য কলিঙ্গ সুপার কাপ জয়, সেই লক্ষ্যে গতকাল থেকে বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলনও শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট, তবে বৃষ্টির কারণে সেই অনুশীলন দীর্ঘস্থায়ী হয়নি। এরই মধ্যে কলকাতা ময়দানে ডার্বির সম্ভাবনা। উল্লেখ্য সুপার কাপে একই গ্রুপে ছিল মোহনবাগান ও চার্চিল ব্রাদার্স, তবে চার্চিল ব্রাদার্স আচমকাই কলিঙ্গ সুপার কাপ থেকে দল তুলে নেওয়ায় সরাসরি ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে চলে গেল হোসে মলিনার দল। চার্চিল গত সপ্তাহেই নাম প্রত্যাহার করলেও এতদিন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ্য থেকে আনুষ্ঠানিক ভাবে ম্যাচ বাতিলের কথা ঘোষণা করা হয়নি, যা আজ করা হলো। তারপরেই সম্ভাবনা তৈরী হয়েছে সুপার কাপেই দুই চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান ইস্টবেঙ্গলের সামনা সামনি হওয়ার সম্ভাবনা। কিন্তু কি ভাবে ? কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে প্রি কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কেরালা ব্লাস্টারের, সেই ম্যাচ জিতলে খুলে যাবে কোয়াটার ফাইন্যালের দরজা, সেখানে আগে থেকেই যোগ্যতা অর্জন করে বসে আছে মোহনবাগান সুপার জায়েন্ট, সুতরাং কেরালা ব্লাস্টারকে হারাতে পারলেই আগামী ২৬ এ এপ্রিল হতে চলেছে কলকাতা ডার্বি যেখানে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান ও ইস্টবেঙ্গল।