প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হারের স্বাদ পেলেও, ম্যাচটি ইতিহাসে জায়গা করে নিল রজত পাতিদারের দুরন্ত পারফরম্যান্সের কারণে। বর্ষা-বিঘ্নিত এই ম্যাচে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও, পাতিদার গড়েছেন এমন এক রেকর্ড, যা তাঁকে সরাসরি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের উপরে স্থান দিয়েছে।
আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে কম ইনিংসে ১,০০০ রানের মাইলফলকে পৌঁছনোর তালিকায় রজত এখন দ্বিতীয় স্থানে। মাস্টার ব্লাস্টার সচিন যেখানে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৩১ ইনিংসে, সেখানে রজত তা করেছেন মাত্র ৩০ ইনিংসে। ফলে, সচিনকে টপকে নিজেকে এগিয়ে রাখলেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, যিনি মাত্র ২৫ ইনিংসেই এই নজির গড়েছেন।
এই ম্যাচের পর পর্যন্ত রজতের মোট আইপিএল রান দাঁড়িয়েছে ১,০০৮, যা এসেছে ৩৪টি ম্যাচে। তাঁর ঝুলিতে রয়েছে ১টি শতরান ও ৯টি অর্ধশতরান। শুক্রবারের ম্যাচে তিনি ১৮ বলে ২৩ রানের একটি ছোট ইনিংস খেলেন, যেখানে ছিল একটি চার ও একটি ছয়ের মার।
আরসিবির হয়ে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করা রজত হলেন তৃতীয় ভারতীয় ব্যাটার। তাঁর আগে এই তালিকায় ছিলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল। ফলে, ধীরে ধীরে আরসিবির ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন পাতিদার।
তবে ব্যক্তিগত এই রেকর্ড সত্ত্বেও দলের হারের ধাক্কা লঘু হয়নি। প্লে-অফে জায়গা করে নিতে হলে RCB-কে এখন বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু দলের ব্যর্থতার মাঝেও রজতের এই অর্জন নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে দলকে ও তাঁর ভক্তদের।