জাল ওষুধ, জলাজমি ভরাট, অবৈধ বালি খাদান, বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে ক্ষুব্ধ মুখ্য সচিব
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের ১২টি সরকারি দপ্তরের সরকারি বৈঠকে ‘কড়া মাস্টার’ এর ভূমিকায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বিশেষ করে জাল ওষুধ, জলাজমি ভরাট, বেআইনি বালি খাদান এবং বাড়ি বাড়ি জল প্রকল্পে গাফিলতির অভিযোগে মুখ্য সচিবের তোপের মুখে পড়েছেন সংশ্লিষ্ট সচিব আধিকারিক ও জেলাশাসকরা।
জাল ওষুধ নিয়ে কড়া
নজরদারি চালিয়ে যেতে হবে এমনকি নিষিদ্ধ করা
ওষুধগুলি বাজারে ব্যবহার করা হচ্ছে কিনা তার উপরেও নজরদারি করতে হবে বলে নির্দেশ মুখ্যসচিবের। আর এই নজরদারি সংক্রান্ত যাবতীয় রিপোর্ট দ্রুত মুখ্য সচিব কে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেআইনি বালি খাদান নিয়েও ফের কড়া বার্তা নবান্নের। এখনো যে যে জেলায় বেআইনি বালি খাদান চলছে তা অবিলম্বে পুরোপুরি বন্ধ করার পাশাপাশি জলাজমি ভরাট নিয়েও কড়া নির্দেশ মুখ্য সচিবের। বেআইনিভাবে যে জলা জমিগুলি ভরাট হয়ে যাচ্ছে তা যেকোনো মূল্যে আটকাতে হবে। আজকের বৈঠকে নির্দেশ দেন মুখ্য সচিব মনোজ পন্থ।
অন্যদিকে, কল আছে কিন্তু জল নেই এই পরিস্থিতিরও অবিলম্বে বদল চান মুখ্যসচিব। বাড়ি বাড়ি জল প্রকল্পে এধরনের বহু অভিযোগ রয়েছে নবান্নের কাছে। এই তথ্য তুলে ধরে মুখ্য সচিব জানান, যে বাড়িতে কল আছে তা নিশ্চিত করতে হবে। “জল পাওয়া যাচ্ছে না” সাধারণ মানুষের এই অভিযোগ যেন না ওঠে। রাজ্যের পশ্চিমাঞ্চল বা জঙ্গলমহল এলাকায় শুখা মরশুমে জলের আকাল ফিবছরের ঘটনা। বাড়ি বাড়ি জল প্রকল্প সত্ত্বেও এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে নবানন্যকে নিশ্চিত করতে হবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং সংশ্লিষ্ট জেলা শাসকদের এই নির্দেশ মুখ্য সচিবের।